মোঃ শাহাদৎ হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টার :
‘মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না…ও বন্ধু’।হ্যাঁ সমাজের কিছু মানুষ এখনো রয়েছে যারা বিপদে নিজের সবটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়ায়, সাহায্য-সহানুভূতির মাঝে অসহায়, দুঃস্থ মানুষের পাশে সমাজের অনেকেই দাঁড়ায়।
এমন একজন মানবিক ফেরিওয়ালা মোঃ ইকবাল মির্জা।অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী, কর্মহীন, মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। এবং প্রতিদিন অসহায় হতদরিদ্র মানুষের পাশে তার সাধ্যমধ্য সহযোগিতা করছেন।
আরও পড়ুনঃ ডিমলায় মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ যুবক রংপুর মেডিকেলে ভর্তি
“মানুষ মানুষের জন্য জয় হোক মানবতার” এই স্লোগানকে সামনে রেখে- মানুষের বহুমুখী সেবা প্রদান করার লক্ষ্যে মানবতার কাজে কাজ করে যাচ্ছেন মোঃ ইকবাল মির্জা ।
মানবিক মানুষ মোঃ ইকবাল মির্জা পরিকল্পনা অসহায় দরিদ্র মানুষের জন্য কিছু সাহায্য সহযোগিতা করা ।