নিজস্ব প্রতিবেদকঃ
শাহিন শাহে সিরিকোটির অন্যতম খলিফা হযরত মাওলানা সৈয়্যদ আজিজুর রহমান আল কাদেরি (রহ.)’র বড় সাহেবজাদা ও খলিফা এবং কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরিকোটি রদ্বিয়াল্লাহু আনহুর বিশিষ্ট মুরীদ ও
ছাত্র হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ সৈয়দ নুরুল আলম আল কাদেরি গতকাল (মঙ্গলবার) সকাল ১১টা ৩০:মিনিটের সময় কালিমা শরীফ ও সালাতু সালাম পাঠান্তে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আরও পড়ুনঃ হালিম রাজ: মাঠে ও মননে নেতৃত্বের প্রতীক
মহান আল্লাহ পাক এই মহান পুরুষকে হযরাতে কেরামের সদকায় জান্নাতের সর্বোচ্চ মকাম দান করুন এবং তাঁর উসিলায় আমাদেরও ক্ষমা করুন।