সাংবাদিক আনোয়ার হোসেনঃ
৫ আগষ্ট চানখারপুল হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শাহ আলম মো: আখতারুল ইসলাম তৎকালীন এডিসি রমনা জোন। তার ডাকনাম বিপুল।
তার শশুরের নাম মোস্তাফিজার রহমান মোস্তাফিজ যিনি ২০০৯ ,২০১৭ এবং ২০২২ এ রংপুর এর সিটি মেয়র নির্বাচিত হন এবং তিনি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান।
এডিসি রমনা বিপুল চানখারপুল এ ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই ভিডিও দেশের সবাই দেখেছে।
এই বিপুলকে ক্ষমতাধর বানিয়েছে তার শশুর মোস্তাফিজ।
আরও পড়ুনঃ ডুমুরিয়ার সাংবাদিকদের সাথে বিএন পির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মাদ আলি আসগার লবীর মতবিনিময়
একজন খুনি, আরেকজন গনহত্যার মদদদাতা অথচ একজনও গ্রেফতার হয়নি। প্রকাশ্যে রাজনীতি করে যাচ্ছে।
আর অন্য দিকে রংপুরে পরিবারের সাথে ভালো সময় কাটাচ্ছেন বিপুল। হয়তো শশুর এর ক্ষমতাবলেই এখনো ধরাছোঁয়ার বাইরে। এরপর পালালে তার দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বর্তমান সরকারের।
সরকারের কাছে জানতে চাই তারা এখনো বাহিরে কিভাবে।