মুজাম্মেল মিয়াজিঃ
৩৬ জুলাই উপলক্ষ্যে ” বাংলাদেশ জনজোট পার্টি ( বাজপা ) কিছু দাবি এবং কর্মসূচি ঘোষণা করেছে ।
কর্মসূচি –
★ ১ জুলাই ” জুলাই বিপ্লব নিয়ে সংবাদ সম্মেলন ।
★ ২ জুলাই ” জুলাই ঘোষণাপত্র জারি নিয়ে ” শাহবাগে সমাবেশ ।
★ ১৫ জুলাই নারী শিক্ষার্থীদের অবদান নিয়ে স্মরণ সভা।
★ ১৬ জুলাই আবু সাইদ ও সকল শহীদদের স্মরণে স্মরণ সভা ।
★ ১৭ জুলাই বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেী অবদান নিয়ে স্মরণ সভা ।
★ ১৮ জুলাই মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান নিয়ে স্মরণ সভা ।
★ ১৯ জুলাই মেহনতী মানুষ এবং রিক্সার ওয়াল যোদ্ধাদের অবদান নিয়ে স্মরণ সভা ।
★ আগামী ২০ জুলাইয়ে মধ্যে ” জুলাই ঘোষণা পত্র জারি করতে হবে ।
★ ২৮ জুলাই জুলাই বিপ্লব নিয়ে গণ সংযোগ
★ ৩২ জুলাই ” জুলাই বিপ্লব নিয়ে কবিতা পাঠ
★ ৩৪ জুলাই ” শহীদ মিনারে ” স্বৈরাচার শেখ হাসিনার পতনের ১ দফা দাবির ” স্মরণ সভা ।
★ ৩৬ জুলাই – নতুন স্বাধীনতা অর্জনে “বিজয় উৎসব আয়োজন এবং মিষ্টি বিতরণ ।
আরও পড়ুনঃ বাংলাদেশের মানুষ জুলুম নির্যাতন থেকে মুক্তি চায়
দাবি সমূহ –
★ আগামী ২০ জুলাইয়ের মধ্যে ” জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে ।
★ স্বৈরাচার শেখ হাসিনা সহ সকল খুনীদের বিচার নির্বাচণের আগে সম্পূর্ণ করতে হবে ।
★ জুলাই বিপ্লবের সকল আশা-আকাঙ্খার পূরণে মৌলিক সংস্কার করার পর নির্বাচন দিতে হবে ।
★ জুলাই বিপ্লবের উদ্যেশ্য বাস্তবায়নে একটি শর্ট টাইম মেয়াদি জাতীয় সরকার গঠন করতে হবে ।
মুজাম্মেল মিয়াজী
চেয়ারম্যান
বাংলাদেশ জনজোট পার্টি ( বাজপা )