মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনমঃ
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিবাদ মিছিল বীরগঞ্জ একটি গ্রুপ কিছুদিন পূর্ব ডাম্প ট্রাক চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সরাইলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা বিএনপির ভেতরে আলসার – প্রফেসর ডক্টর শেখ আকরাম আলী অটোরিকশা চালিয়ে গোল্ডেন এ প্লাস জিপিএ- ৫ পাওয়া রোমান উচ্চশিক্ষা নিয়ে হতাশ নরসিংদীর বেলাবো উপজেলার শীর্ষ মাদক সম্রাট ‘”ইয়াবা সবুজ’” বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেপ্তার নরসিংদীতে চাঁদাবাজির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারিদের মশাল মিছিল হোস্টেলের কক্ষে গাঁজা সেবন, কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী আটক বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা ও পুরস্কার বিতরণ দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল জরুরী সংবাদদাতা আবশ্যক মাইজভান্ডার দরবার শরীফে মতবিনিময় সভায় সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি (ম.জি.আ) এর সাথে বদরপুর দরবার শরীফের পীরজাদা আল্লামা হাফেজ সৈয়দ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর সাক্ষাৎ ভালুকায় ঘর থেকে মা ও দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার গাজীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলাউদ্দিন তুরাগ থানা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি খাগড়াছড়িতে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির নিয়ন্ত্রণ রাখতে খলিলের পুকুর চুরি গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ মিটার রিডার মুক্তার গ্রেপ্তার রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসায় শাজাহান মৃধা (৫৫) রোগীর মৃত্যুর

হোস্টেলের কক্ষে গাঁজা সেবন, কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী আটক

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ 
পাবলিশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করেছে ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা। আটককৃত শিক্ষার্থীর নাম পার্থ ঘোষ। তিনি ২০২১-২২ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তি হন।

জানা গেছে, রবিবার (১৩ জুলাই) ইনকোর্স পরীক্ষার পর বৃষ্টির কারণে ‘বিজয় ২৪’ নামক আবাসিক হলের ৩০৪ নম্বর কক্ষে আশ্রয় নেন পার্থ ঘোষ। অভিযোগ রয়েছে, সেখানেই তিনি গাঁজা সেবন শুরু করলে একই কক্ষে অবস্থানরত অন্যান্য শিক্ষার্থীরা বিষয়টি ধরে ফেলেন। পরে হল সুপার সামিউল ইসলামের সহায়তায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হলের শিক্ষার্থীরা জানান, আবাসিক হলে দীর্ঘদিন ধরে নিরাপত্তা ব্যবস্থা অকার্যকর। সিসিটিভি ক্যামেরা অনেক জায়গায় নষ্ট অথবা অনুপস্থিত। এর আগেও সাইকেল চুরি ও ওয়াশরুম থেকে জিনিসপত্র হারানোর মতো ঘটনার অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

আরও পড়ুনঃ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা ও পুরস্কার বিতরণ

হল সুপার সামিউল ইসলাম জানান, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি হলে গিয়ে বিষয়টি নিশ্চিত হই এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করি। পরে অভিযুক্ত শিক্ষার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”

এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা দ্রুত হলের নিরাপত্তা জোরদার ও অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ।


এই বিভাগের আরও খবর