হাসলে আয়ু বাড়ে
শেখ মোমতাজুল করিম শিপলু
হাসতে কি কেউ জানেনা আজ
হাসলে আয়ু বাড়ে,
অধিক চিন্তায় চললে জীবন
অকালে প্রাণ কাড়ে।
অট্টহাসির হৃৎপিণ্ডটা
সুস্থ সবল রাখে,
গোমড়া স্বভাব চরিত্রের লোক
জীবন ভাঙ্গা সাঁকে।
আঁধার বদন জীর্ণদশা
মস্তিষ্ক না ভালো,
হায়াত ফুরায় প্রাণ না জুড়ায়
হারায় নয়ন আলো।
আরও পড়ুনঃ হাইকোর্টের আদেশে লামায় দুই অবৈধ ইটভাটা উচ্ছেদ
ঘরে কি’বা বাহিরে যে
হাসতে নাহি জানে,
রোগব্যাধি গায় বাসা বাঁধে
রক্ষা না পায় প্রাণে।
হাসতে হবে বাঁচতে হবে
থাকবে ভবে সুখে,
হাসি বিনা মানব জাতি
মরে ধুঁকে ধুঁকে।