গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
হারাগাছ (রংপুর): র্যাব-১৩ এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হারাগাছ থানা এলাকা থেকে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
র্যাব সূত্রে জানা যায়, ধৃত আসামি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। অবশেষে র্যাব-১৩ এর গোয়েন্দা নজরদারি ও তৎপরতায় তাকে আটক করা সম্ভব হয়েছে।
আরও পড়ুনঃ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন প্রধান প্রকৌশলী মীর আব্দুস সাহিদ
গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র্যাব জানায়।