নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
রোজ শুক্রবার হাজরাদী বায়তুল মুকাদ্দেস জামে মসজিদে জুম্মার নামাজের সময় ইমাম সাহেব আজকের বয়ানে সুদ এবং গুশের বিরুদ্দে ও কুরবানীর বিষয় বয়ান রাখেন। ও মুসুল্লিদের উদ্দেশ্য করে ইসলামিক আরো অনেক প্রসঙ্গে কথা বলেন। ইমাম সাহেব নিঃস্বন্দেহে কুরআন থেকে বয়ান রাখেন এবং যথেষ্ট ভালো পরামর্শ দেন।
কিন্তু এই মসজিদে ৩ জন দুষ্কৃতী ও দুষ্টপ্রকৃতির মানুষ নিজেরাই কমিটি তৈরী করে মসজিদ ফান্ডের ৩৮৮০০০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠে।
এবং এলাকা বাসীর কাছ থেকে জানা যায় তারা হিসাব দিতে বের্থহন এবং তাদের কাছে এলাকা বাসী হিসাব চাহিলে তারা হিসাব দিতে অনীহা প্রকাশ করে তাই এলাকা বাসী ক্ষিপ্ত হয় তাদের উপর আজ ২০/০৬/২০২৫ ইং রোজ শুক্রবার জুম্মার নামাজের পর তাদের বিরুদ্ধে বিচার ডাকেন বিভিন্ন অজুহাত দেখিয়ে বিচার না বসার সিদ্ধান্ত দেন।
আরও পড়ুনঃ ফুলপুর হালুয়াঘাট সড়কে বাস ও মাহিন্দ্র সংঘর্ষে নিহত ৬ আহত ১৫/২০জন
এই ৩ জন কমিটি ঘোষণা করেন:
১:কাজী শামসুদ্দিন তপন (সহ সভাপতি ও সেক্রেটারি)
পিতা: মৃত কাজী হাসান উদ্দিন
ঠিকানা: প্রথম জনের ঠিকানা
২: কাজী আহসান হাবিব কোমল (ক্যাশিয়ার)
পিতা: মৃত কাজী হাসান উদ্দিন