মোছাঃ নিছপা আক্তারঃ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে চালক আবুল কাশেম (২৮) কে গলায় গামছা পেছিয়ে পিঠিয়ে হত্যা করে ইজিবাইক টমটম নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই বন্ধুকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত চালক লামাতাশি গ্রামের আব্দুল আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ১১টায় টমটম নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি কাশেম। সারারাত খোঁজাখুজির পর মঙ্গলবার সকালে ওই স্কুলের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।
আরও পড়ুনঃ আগামীর বাংলাদেশ হবে জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশ
থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই টমটম-সিএনজি চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। গ্রেফতারকৃতরা হল একই উপজেলার নন্দনপুর এলাকার হানিফ উল্লার ছেলে মো: আল আমিন ওরফে পিচ্ছি আল আমিন (২২) ও একই এলাকার শফিক মিয়ার ছেলে আল আমিন (২০)
রাত ৯টায় বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান দুজনকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে তারা ঘটনার সাথে জড়িত বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। গাড়ী উদ্ধারে মাঠে পুলিশ কাজ করছে।
তাদের বিরুদ্ধে মামলা রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।