খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে সরকারি চাকরীর প্রভাব খাটিয়ে সড়ক বিভাগের জায়গা দখল করে বাণিজ্যিক ভবন করার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কের ফুলকুলি এলাকায় বাণিজ্যিক ভবনে অভিযান চালায় দুদক রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়।
দুদকের সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেনের নেতৃত্বে ৩ সদস্যের দল অভিযান পরিচালনা করে।অভিযানে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ মোবাইল চুরির দায়ে খুনের ঘটনায় পাবনায় দুটি বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট
দুদক কর্মকর্তারা বলেন, দুদক হটলাইনে অভিযোগ পেয়ে অভিযান পরিচালিত হচ্ছে। সরকারী চাকুরীর প্রভাব খাটিয়ে সরকারী জায়গায় এ স্থাপনাটি নির্মাণ করা হয়। সড়ক বিভাগ, জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভূমি চিহ্নিত করার কার্যক্রম চলছে।