স্মৃতির সেই সাগর – সাংবাদিক মোঃ আলম
চট্টগ্রাম এক ছোট্ট গ্রামে, খেলার মাঠ আর কাঁচা রাস্তার ধারে একদল কিশোর বেড়ে উঠছিল। ওদের মাঝে একজন ছিল একটু আলাদা সাগর। ছোটখাটো গড়ন, মুখে শান্ত স্বভাবের ছাপ, আর চোখে ছিল গভীরতা। সাগর কখনো উচ্চস্বরে কথা বলত না, ঝগড়া করত না, কিন্তু তার কথাগুলো ছিল যেন বাস্তবতার আয়না।
একবার ক্লাস ফাইভে থাকতে বন্ধুদের একজন খুব কষ্ট পেয়ে বলেছিল, “আমার কিছু ভালো লাগেনা আর…” সাগর তখন পাশে বসে বলেছিল, “ভালো না লাগার সময়ও কেটে যায়, শুধু ভুল পথে যাস না।” সে কথাটা সেদিন যতটা না বুঝেছিলাম, পরে বড় হয়ে বুঝলাম, ওর কথার ওজন কতটা গভীর ছিল।
আরও পড়ুনঃ বগুড়ায় ছাত্রী সেজে শিক্ষক অপহরণ, গ্রেপ্তার ২
সাগরের সাথে স্কুলের রোজনামচা, মাঠের ক্রিকেট, ঈদের আগে নতুন জামা নিয়ে আলোচনা—সবই এখন স্মৃতির পাতায় ঝলমল করে। আমরা যখন নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছি, তখন সাগর আপন গতিতে এগিয়ে গেছে। আজ সে দেশের একজন সম্মানিত সাংবাদিক মোহাম্মদ আলম, মাই টিভির গর্ব।
কখনো ভাবিনি, সেই সাগর ছেলে একদিন মানুষ হবে।