জসীমউদ্দিন আহম্মেদ চৌধুরী , নারায়ণগঞ্জঃ
স্বাধীন দেশে রাজাকার জঙ্গি মাষ্টার মাইনের শিকার ৭১ এর বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত , আজ বাংলাদেশ কোথায় যাচ্ছে ।
শ্রদ্ধেয় দেশবাসী যাদের জন্ম না হলে বাংলাদেশ নামে দেশ হতো না , যাদের জন্য দেশ স্বাধীনতা পেলো আজ সেই বীর মুক্তিযোদ্ধা স্বাধীন দেশে মানচিত্র রাষ্ট্রের সম্মান আজ কোথায় ।
অন্তর্বতীকালীন সরকারের শাসন আমলে দেশের সর্বোচ্চ সম্মান নষ্ট করে উল্লেখযোগ্য অপরাধের সামিল কি না সরকারের কাছে প্রশ্ন ।
দেশের ৩০ লক্ষ শহীদের রক্তের বিনম্র আজকের অর্জিত বাংলাদেশ দুই লক্ষ ছিয়ানব্বই হাজার মা বোনের ইজ্জত হারী রক্তের বিনম্র আজকের অর্জিত স্বাধীন বাংলাদেশ , সেই স্বাধীন দেশে রাজাকারের ছেলে মেয়েদের হাতে আজ ভিন্ন জেলা শহরে চলছে সম্মান নষ্ট করে স্বাধীনতা বিরোধী ছাত্র জনতা আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অপরাধী সমন্বয়ক হচ্ছে ফ্যাসিবাদ আসলেই ফ্যাসিবাদ ।
দেশের সর্বস্তরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি জামাত শিবির জঙ্গি গোষ্ঠীর মহল বানিয়ে দেশটাকে পরিকল্পিত ভাবে ধ্বংসের দারপ্রান্তে নিতে যাচ্ছে ষড়যন্ত্র চলছে স্বাধীনতা বিরোধী অপশক্তি এদেরকে দূরত্ব দেশের সর্বোচ্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এই রাষ্ট্রদ্রোহীর স্বামীল৷ এই অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে বিচার করা হোক , জাতি দেখতে চায় ।
আশা করি অন্তর্বতীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নেই বিচার চাচ্ছি ।
আরও পড়ুনঃ *ইউনুস (আ.): তাওবার গুরুত্ব ও* *দায়িত্ব পালনের হিকমাহ*
আজকে বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল হুদার গলায় জুতার মালা দেওয়া মাদারবোর্ডের পরিচয়।
নাম:- মোহাম্মদ মুজাম্মেল হক ঢালী
বাসা:- তেজকুনি পাড়া, তেজগাঁও।
রাজনৈতিক দল:- স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর উত্তর।
আইডি লিংক কমেন্টে দেওয়া হলো👇👇
এই ধরনের রাষ্ট্রদূহীর শামিল অপরাধ কে তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করা দাবি জানাচ্ছি , বিচার চাচ্ছি ।
সৌজন্যে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সকল সন্তান ও পরিবারে সদস্য ও সকল বীর মুক্তিযুদ্ধের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই ।