মো লুৎফুর রহমান রাকিব,আন্তর্জাতিক প্রতিনিধিঃ
কি লিখবো বুঝে উঠতে পারছি না… চরম দুঃখের সাথে জানাচ্ছি—
সৌদি আরবে কফিলের নি’র্যা’ত’নে এক বছর আগে মৃ’ত্যুবরণ করেন চট্টগ্রামের ফটিকছড়ি ভূজপুরের প্রবাসী রুবেল। তার ম’র’দে’হ আজ সকালে ঢাকা এয়ারপোর্টে পৌঁছায়। পরিবারের সদস্যরা এ্যাম্বুলেন্সে করে তার লা’শ বাড়ি নিচ্ছিলেন।
কিন্তু নিয়তির কী নি/ষ্ঠু/র পরিহাস!
আরও পড়ুনঃ হায় হুসেইন !!-তাছলিমা আক্তার মুক্তা
কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিশা এলাকায় পৌঁছালে তাদের বহনকারী এ্যাম্বুলেন্সটি একটি লরির পেছনে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই রুবেলের ভাই বাবুল (৩২) নি’হ’ত হন। গুরুতর আ’হ’ত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মা’রা যান মামাতো ভাই ওসমান মিয়া (৪০)। তাদের সঙ্গে থাকা প্রতিবেশী রশির মিয়া (৩০) এখনো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন।
আল্লাহ এই পরিবারটিকে এই চরম দুঃখ সইবার শক্তি দিন। 🤲
আমরা এই পরিবারটির জন্য দোয়া করি।