মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
বিএনপি’র মহিলাদলের নেত্রীবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ( ২২ মে ) বেলা সাড়ে ১১টায় নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের নেত্রীবৃন্দের সাথে সোনাইমুড়ীর অম্বরনগরে আবদুল মান্নান এর বাড়িতে মতবিনিময় সভায় হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, নোয়াখালী মহিলাদলের সাংগঠনিক সম্পাদক, সেনবাগ উপজেলা মহিলাদলের সদস্য সচিব মনোয়ারা বেগম (মনি)। সঞ্চালনা করেন, সেনবাগ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মামুন মেম্বার ও সাবেক ছাত্রনেতা মনির আহমেদ জুলেট। সেনবাগ উপজেলা ও সোনাইমুড়ী উপজেলা (আংশিক) মহিলাদলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপি’র সদস্য ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি’র আহবায়ক আবদুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ছাইফ উল্যাহ ( মাসুদ), সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ৬নং কাবিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মমিন উল্যাহ, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার সলিম উল্যাহ সেলিম,
নোয়াখালী জেলা মহিলাদলের সহ-সভাপতি ও সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য তাসলিমা আক্তার লিমা।
এসময় আরো উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রবিউল হাসান তুহিন, সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাইনুল হাসান, কেশারপাড় ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল ভুঁইয়া, ভাসানী, মহিলাদলের নেতা-কর্মীগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।