স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
ঢাকা নারিন্দা মশুরী খোলা দরবার শরীফের প্রাণ পুরুষ ত্রয়োদশ শতাব্দীর মহান মোজাদ্দেদ, অলিয়ে কামেল, পীরে মোকাম্মেল হযরত ক্বেবলা শাহ্ আহসানুল্লাহ (রহ:) এর নাতি মশুরী খোলা দরবার শরীফের গদ্দিনশীন পীর সাহেব কেবলা ও হযরত শাহ্ আহসানুল্লাহ (রহ:) ওয়াকফ্ এষ্টেটস এর ৮ম মোতাওয়াল্লী হযরত ক্বেবলা শাহ্ আহসানুল্লাহ (রহ:) এর সুযোগ্য নাতি হযরতুলহাজ¦ আল্লামা মাওলানা শাহ্ মুহাম্মদ আহছানুজ্জামান (রহঃ) ঢাকার আজগর আলী হাসপাতালে আজ দুপুরে ইন্তেকাল করেছেন ।
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন । আগামীকাল ৩০ জুলাই বেলা ১১টায় ঢাকা নারিন্দা মশুরী খোলা দরবার শরীফে হুজুরের নামাজে জানাজা অনুষ্ঠিত হইবে ।
আরও পড়ুনঃ লালমাইয়ে দাফনের ২৫ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে সাকিব চৌধুরী নামের প্রবাসীর লাশ উত্তোলন
উনার ইন্তেকালে দরবার-এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) দরবার এ বেতাগী আস্তানা শরীফের ভক্ত বৃন্দ ও বেতাগী আনজুমানে রহমানিয়ার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।
আল্লাহ পাক আমাদেও প্রিয় রাহবারকে মহান হাবীব (দঃ) এর ওসিলায় জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করুন ।