মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটারঃ
গত ২৪ জুলাই ২০২৫ তারিখ আনুমানিক ২০০০ ঘটিকায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক মধ্যনগর উপজেলার আওতাধীন ১নং বংশীকুন্ডা ইউনিয়নের কির্তনছড়া নামক স্থানে পরিত্যাক্ত ঘরে একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন
*ভারতীয় ৭১২ পিস শাড়ী, ২০ পিস লেহেঙ্গা এবং ১২০০ গজ থান কাপড় আটক করে, যার আনুমানিক সিজার মূল্য-১,০১,৫৮,০০০/- (এক কোটি এক লক্ষ আটান্ন হাজার) টাকা।
আরও পড়ুনঃ মানিকছড়িতে বালতির পানিতে পড়ে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
* উক্ত অভিযানে জনাব আবুল হাসেম, উপজেলা নির্বাহী অফিসার তাহিরপুর সাথে ০২ জন পুলিশ ও ০৪ জন আনসার সদস্য এবং নম্বর-৭০৪৭১ হাবিলদার মো: আলম এর সাথে ২০ জন বিজিবি সদস্যসহ সর্বমোট ২৮ জন সদস্য অংশগ্রহন করেন।
এ ব্যাপারে অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ী, লেহেঙ্গা ও থান কাপড় শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।