মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্প বাস্তবায়ন লক্ষে পরিকল্পনা মিটিং অনুষ্ঠিত হয়।
এমন সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. মোঃ ইলতুতমিশ আকন্দ (পিন্টু) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবাসিক মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডা. মোঃ রিয়াদ মাহামুদ, এসময় আরও উপস্থিত ছিলেন এম টি ইপি আই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোঃ ছাইদুর রহমান, সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ ইউনিট লিডার মোঃ আব্দুর রউফ।
আরও পড়ুনঃ গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক জনসভা অনুষ্ঠিত
টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্প কে নিয়ে তারা বিভিন্ন পরিকল্পনা করেন এবং সেই মোতাবেক কাজ করার নির্দেশ প্রদান করে।
এমন সময় প্রধান অতিথি বক্তব্য বলেন সাঘাটা উপজেলার ৮০ হাজার শিশু এই টাইফয়েড ভ্যাকসিন পাবে। তবে তাদের কে জন্মনিবন্ধন দিয়ে অনলাইন করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনলাইন নিশ্চিত করতে হবে এ ব্যাপারে সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন আমাদের বড় চ্যালেঞ্জ হবে রেজিষ্ট্রেশন নিশ্চিত করা।
আরও পড়ুনঃ রাজীবপুরে জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অভিযানে ভারতীয় মেডিসিন আটক
এমন সময় স্কাউট লিডার আব্দুর রউফ বলেন যে এই টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্প বাস্তবায়ন লক্ষে তারা বিভিন্ন পরিকল্পনা করছেন এবং বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক স্কাউট সদস্যদের কাজ করা নির্দেশ প্রদান করেন । এই টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্প বাস্তবায়ন লক্ষে তারা ৯ সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করে তারা তাদের দায়িত্ব বুঝে দেন।
তিনি আরও বলেন যে স্কাউট সর্বদা প্রস্তুত থাকবে বলে জানান তিনি এরপর তাদের পরিকল্পনা রিপোর্ট পেশ করেন, তাদের পরিকল্পনা রিপোর্ট দেখে হাসপাতাল কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেন।