মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বোনারপাড়া চৌরাস্তা মোড় থেকে কচুয়া হাটগামী গুরুত্বপূর্ণ রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে এলাকার কয়েক হাজার মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধন শেষে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এর মাধ্যমে এলজিইডি’র প্রধান প্রকৌশলীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
৭ জুলাই সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাঘাটা উপজেলা সাংগঠনিক সেক্রেটারি প্রভাষক এনামুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা আজহার আলী, সাঘাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শহিদুল ইসলাম বাদল,
আরও পড়ুনঃ *মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ): তাঁর আখলাক, নীতি, নৈতিকতা ও মূল্যবোধ*
বোনারপাড়া ইউপি সদস্য ইব্রাহিম খলিল, ছাত্রনেতা আব্দুল্লাহ, সজীব, ফেরদাউস ও ব্যবসায়ী সাবু মিয়া। বক্তারা বলেন প্রায় ২০ হাজার মানুষের চলাচলের জন গুরুত্বপূর্ণ রাস্তাটি সরকার ২০১৯ সালে সংস্কার কাজ শুরু করে। ঠিকাদার রাস্তা খোরাখুরির পর হঠাৎ উধাও হয়ে যায়। দীর্ঘ ৬ বছর যাবত রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে।
এলজিইডি কর্তৃপক্ষ অদৃশ্য কারণে নীরব ভূমিকা পালন করছে। রাস্তাটি মেরামত না করায় হাজার হাজার পথচারী সহ রিস্কা, ভ্যান, অটো, সিএনজি,মাইক্রো বাস চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ।