মোঃ মিঠু মিয়া ,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি রানা ইস্কান্দার রহমান।
দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, সহ-সভাপতি ছালাম আশেকী, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান তুহিন ও প্রচার সম্পাদক সাগর রহমান।
আরও পড়ুনঃ নেত্রকোণা জেলা ছাত্র জমিয়তের বৈঠক অনুষ্ঠিত
সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মিয়া লাকু, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খাঁন, ক্রীড়া সম্পাদক মাহমুদ হাসান রিয়াদ, সাহিত্য সম্পাদক একেএম নুরুল আমিনসহ আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম মিঠু,,কার্যনির্বাহী সদস্যবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।