নিজস্ব প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় দলীয় কোন্দলের জেরে উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে বিএনপির অপর একটি গ্রুপের বিরুদ্ধে। এ সময় আরো তিন নেতাকর্মীর বাড়িঘরেও হামলা চালানো হয়।
সোমবার (১৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটই বাজার, ১নং চাঁদপুর ও কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকে ওই এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
জেলা বিএনপির উপদেষ্টা ফিরোজ বিশ্বাস জানান, সোমবার বিকেলে স্থানীয় কাজীপাড়া এলাকায় শৈলকুপা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কাজলসহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল।
সে সময় সেনাবাহিনীর লোকজন এসে কাজলসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তারা থানা থেকে বের হয়ে আবারো সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িসহ বিভিন্ন জায়গায় হামলা-ভাঙচুর লুটপাট করে। পরে চাঁদপুর গ্রামের বিএনপি নেতা ফজলুর রহমানসহ তিনটি বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট করে।
এমনকি তারা ফুলহরি ইউনিয়ন বিএনপির কার্যালয়েও ভাঙচুর চালিয়েছে।
আরও পড়ুনঃ সরকারি রাস্তা দখলে চরম ভোগান্তি, অবরুদ্ধ শতাধিক পরিবার
এ অভিযোগের বিষয়ে জানতে শৈলকুপা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কাজলের ব্যবহৃত মোবাইলে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, গত কয়েকদিন ধরে শৈলকুপায় বিএনপির নেতাকর্মীরা এক পক্ষ আরেক পক্ষের বাড়িতে যেভাবে হামলা-ভাঙচুর করছে সেটা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি ইতিমধ্যে কেন্দ্রে অবগত করা হয়েছে।