প্রকাশক: হালিম রাজ
মুরাদনগরে এক সনাতন ধর্মাবলম্বী নারীকে বসতঘরে ঢুকে বিবস্ত্র করে পালাক্রমে নির্যাতন এবং সেই নৃশংস ঘটনার কথিত ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার ঘটনাটি বাংলাদেশে রাষ্ট্রীয় অবক্ষয়ের ভয়াবহ এক নিদর্শন।
এই অপরাধ শুধু নারীর প্রতি না, এটি মানবতা, সংবিধান এবং সমাজের মৌল ভিত্তির বিরুদ্ধে সংঘটিত এক ঘৃণ্য অপরাধ।
আমরা স্পষ্ট করে বলতে চাই —
এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ধারাবাহিক রাজনৈতিক পৃষ্ঠপোষকতার ফলাফল।
বর্তমান ইন্টেরিম শাসনের ছায়ায় নারীবিদ্বেষী চরমপন্থা, মৌলবাদ ও মব-রাজনীতির উত্থানই আজ এই বর্বরতার জন্ম দিয়েছে।
আমরা মনে করিয়ে দিতে চাই:
বরিশালের লঞ্চে নারীদের প্রকাশ্যে লাঞ্ছনার পর অভিযুক্তদের পক্ষ নিয়ে সোচ্চার হওয়া,
নারী সংস্কার কমিশনের দায়িত্বপ্রাপ্তদের রাজনৈতিক চাটুকারিতায় নিমজ্জিত থাকা,
অর্ণবের হাতে কোরআন তুলে দিয়ে ধর্ম ও সংস্কৃতিকে নারী-নির্যাতনের যন্ত্র বানানো,
শিক্ষিকা নাদিরা ইয়াসমিনকে নারী অধিকার বিষয়ে বক্তব্য দেয়ার অপরাধে বদলি করা —
এসব কিছুই ইন্টেরিম শাসনের ‘সুশীল মুখোশ’ খুলে দিয়েছে।