মোঃ কুতুব উদ্দিন,ঢাকাঃ
কর্ণেল আব্দুল হক শুক্রবার আজ ১৮ই জুলাই কেরানীগঞ্জ রুহিত পুর এলাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ধানের শীষ মার্কার পক্ষে তুলুম প্রচারণা চালিয়ে যাচ্ছেন জনসাধারণের সাড়া পাচ্ছেন এবং প্রতিনিয়তই দোয়া চেয়ে সাক্ষাত করেন,
কর্ণেল আব্দুল হক জানান কেরানীগঞ্জ এর জনসাধারণের বিভিন্ন অন্যায় জুলুম থেকে মুক্ত করতে অবশ্যই একজন যোগ্য নেতা প্রয়োজন, তিনি বলেন চাঁদা মুক্ত ঘুষ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আমি আপনার সহযোগিতা কামনা করছি অবশ্যই সম্ভব আপনারা পাশে থাকলে।
আরও পড়ুনঃ “ডিমলায় শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ওষুধি চারা বিতরণ”
কর্ণেল আব্দুল হক আরও বলেন আমি।নেতা হতে চাইনা আমি শুধু দেশের মানুষ এবং মানুষের কল্যানের জন্যে নিজেকে নিয়োজিত রাখতে চাই মৃত্যুর আগ পর্যন্ত, দেশে সৎ এবং যোগ্য নেতা বড়ই অভাব আপনাদের দোয়া এবং আল্লাহর হুকুম হলে হলে অবশ্যই
নির্বাচন এ অংশগ্রহণ করতে চাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর পক্ষে আছি থাকব বলে জানান কর্ণেল আব্দুল হক। রুহিত রামেরকান্দা প্রচারণা শেষে তিনি আটি বাজার সুজন নগর এর মসজিদে জুম্মার নামাজ শেষে মুসুল্লিদের সাথে মত বিনিময় করেন।