বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনমঃ
গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানাচ্ছি মহাদেবপুরে দিনের বেলায় অভিনব কায়দায় স্বর্ণালংকার চুরি জুলাই শহীদ স্মরণে মোহনগঞ্জে আলোচনা হয়নি, জনমনে নানা প্রশ্ন ব্যাঙের ছাতার মতো অনুমোদনহীন ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র,বাড়ছে সড়ক দূর্ঘটনার ঝুঁকি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পবিত্র জন্মভূমিতে গণহত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংগঠন এরা তো সাহস করে গেছে এবং গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে বুক ফুলিয়ে গলা ফাটিয়ে “মুজিববাদ মুরদাবাদ” শ্লোগান দিয়ে এসেছে শিবগঞ্জে বিনামূল্যে বই ও রাস্তার ধারে গাছ লাগিয়ে আনন্দ পাই বই প্রেমিক নাহিদ মহাদেবপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে থানায় মামলা খাগড়াছড়িতে ৮ম শ্রেণি পড়ুয়া কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ৪ রাজবাড়ীতে চাঁদাবাজী মামলায় দুই সহদর গ্রেপ্তার *আল-কুরআনে খ্রিষ্টধর্মের ত্রিত্ববাদ (Trinity)-এর অসারতা প্রমাণ:* কালীগঞ্জে খেলার মাঠ উদ্বোধন করায় আনন্দে উল্লাসে মাতোয়ারা গ্রামের যুব সমাজ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেছে সৈয়দ হারুন ফাউন্ডেশন মহাদেবপুরে শিক্ষার্থীদের বই পড়ায় উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভা আনুপাতিক প্রতিনিধিত্ব ( পিআর ) পদ্ধতির নির্বাচনের যত মন্দ দিক এবং সহিংসতা বেড়ে যাবার আশঙ্কা বগুড়ার শেরপুরের ভবানীপুরে আওয়ামী লীগের ভূমিদস্যদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন ভাইবোনছড়ায় ত্রিপুরা তরুণীকে গণধর্ষণ, আত্মহত্যার চেষ্টা বিশ্বম্ভরপুরে বিএনপি থেকে বহিস্কৃত হওয়ার পরও রমিজ মাষ্ঠারের দলীয় কার্যক্রমে অংশগ্রহন থাকায়,ত্যাগীদের ক্ষোভ প্রকাশ জিয়া সাইবার ফোর্স বৃক্ষ রোপন কর্মসূচি পালন

মুসলিম জাতিসত্তা এবং ১৯০৫ সালই হল বাংলাদেশের ভিত্তি মূল, পর্ব ১৫

মোঃ মোস্তফা জামাল ভূঁইয়া
পাবলিশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

মোঃ মোস্তফা জামাল ভূঁইয়াঃ

মুসলিম জাতিসত্তা এবং ১৯০৫ সালই হল বাংলাদেশের ভিত্তি মূল, পর্ব ১৫
বিষয়:- আদর্শগত লিগ্যাসি ও ভূখণ্ডগত লিগ্যাসি।

পাঠক, একটি রাষ্ট্র আছাবিয়াত এর ভিত্তিতে প্রতিষ্ঠিত না হলে দুই ধরনের লিগ্যাসি বহন করে, আদর্শগত লিগ্যাসি এবং ভূখণ্ডগত লিগ্যাসি। উদাহরণ স্বরূপ রাশিয়া অর্থোডক্স আদর্শের লিগ্যাসি বহন করে, আবার ভূখণ্ডগতভাবে সোভিয়েত ইউনিয়নের লিগ্যাসি বহন করে।
মুসলমানদের মধ্যে ভাষা ভিত্তিক জাতীয়তাবাদ ইসলামী সভ্যতার লিগ্যাসি বহন করে না, বরং তারা ইসলামের শত্রুদের হয়ে কাজ করে । অপরদিকে মুসলিম জাতিসত্তা ইসলামী লিগ্যাসি বহন করে ।

আরও পড়ুনঃ জুলাই বিপ্লবের আবশ্যিকতা:- পর্ব ০৪

অনেক সময় অনেক রাষ্ট্র শক্তির পতনের পর ঐ পতীত রাষ্ট্রের ক্ষুদ্র অংশ নিয়ে একটি রাষ্ট্র গঠিত হয়, তখন বলা হয় যে, এই নব্য রাষ্ট্রটি পুরাতন রাষ্ট্রের লিগ্যাসি বহন করে।

বাংলাদেশ ভূখণ্ডগতভাবে সাবেক পাকিস্তানের পূর্বা‌‌্শ পূর্ব পাকিস্তানের লিগ্যাসি বহন করে যা স‌‌্ বিধান কর্তূক স্বীকৃত । আদর্শিক ভাবে কোন লিগ্যাসি বহন করে, তা স্পষ্ট নয়।

১৯৭২ সালের স ্ বিধানে ইসলামকে অবজ্ঞা করা হয় এবং ভাষাকে প্রাধান্য দেয়া হয় যা ইসলামী সভ্যতা ও মুসলমানদের অস্তিত্বের সাথে সা‌‌্ঘর্ষিক। পরবর্তীতে তা স‌‌্ শোধন করে ইসলামী আদর্শ সন্নেবেশিত করা হয়।

যেহেতু স‌ ্ বিধানে ইসলামী সভ্যতাকে লিগ্যাসি হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে, তাহলে এদেশের মূল ভিত্তি হল মুসলিম জাতিসত্তা।

এখন আসা যাক, এই ভূ খন্ডে মুসলিম জাতি সত্তার সূত্রপাত কখন। ১২০৪ সালে এই ভূখণ্ডে ইসলামের পতাকা উত্তোলিত হয়, অতঃপর বে‌‌্গল মুসলিম সালতানাত, অতঃপর দীর্ঘ উপনিবেশ শাসনের শেষ দিকে পূর্ব বাংলা ও আসামের মুসলমানদেরকে হিন্দুত্ববাদীদের অত্যাচার হতে রক্ষার জন্য মুসলিম জাতিসত্তার উখান হয় ।

১৯০৫ সালে নবাব সলিমুল্লাহ এর নেতৃত্বে মুসলিম জাতিসত্তার ভিত্তিতে মুসলিম স‌‌্খ্যা গরিষ্ট বে‌‌্গল আসাম প্রদেশ গঠিত হয়। এটি হল এদেশের মূল ভিত্তি। এই এই মুসলিম স‌‌্খ্যাগরিষ্ঠ প্রদেশ বাংলা ভাষার ভিত্তিতে করা হয় নি, এটি ছিল মুসলিম জাতিসত্তার ভিত্তিতে। কারণ এই প্রদেশের মহানায়ক নবাব সলিমুল্লাহ ছিলেন একজন উর্দু ভাষী মুসলিম।

কাজেই এই বা‌‌্লাদেশে ভাষার ভিত্তিতে জাতিসত্তা সম্পূর্ণ ভাবে প্রকূতি বিরোধী ও আত্মঘাতী। কাজেই এদেশের অস্তিত্বের স্বার্থেই ১৯০৫ সালের লিগ্যাসি বহন করতে হবে।

চলমান,

মোঃ মোস্তফা জামাল ভূঁইয়া
চেয়ারম্যান
প্যান ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ।


এই বিভাগের আরও খবর