মোঃ মোস্তফা জামাল ভূঁইয়াঃ
মুসলিম জাতিসত্তা এবং ১৯০৫ সালই হল বাংলাদেশের ভিত্তি মূল, পর্ব ১৫
বিষয়:- আদর্শগত লিগ্যাসি ও ভূখণ্ডগত লিগ্যাসি।
পাঠক, একটি রাষ্ট্র আছাবিয়াত এর ভিত্তিতে প্রতিষ্ঠিত না হলে দুই ধরনের লিগ্যাসি বহন করে, আদর্শগত লিগ্যাসি এবং ভূখণ্ডগত লিগ্যাসি। উদাহরণ স্বরূপ রাশিয়া অর্থোডক্স আদর্শের লিগ্যাসি বহন করে, আবার ভূখণ্ডগতভাবে সোভিয়েত ইউনিয়নের লিগ্যাসি বহন করে।
মুসলমানদের মধ্যে ভাষা ভিত্তিক জাতীয়তাবাদ ইসলামী সভ্যতার লিগ্যাসি বহন করে না, বরং তারা ইসলামের শত্রুদের হয়ে কাজ করে । অপরদিকে মুসলিম জাতিসত্তা ইসলামী লিগ্যাসি বহন করে ।
আরও পড়ুনঃ জুলাই বিপ্লবের আবশ্যিকতা:- পর্ব ০৪
অনেক সময় অনেক রাষ্ট্র শক্তির পতনের পর ঐ পতীত রাষ্ট্রের ক্ষুদ্র অংশ নিয়ে একটি রাষ্ট্র গঠিত হয়, তখন বলা হয় যে, এই নব্য রাষ্ট্রটি পুরাতন রাষ্ট্রের লিগ্যাসি বহন করে।
বাংলাদেশ ভূখণ্ডগতভাবে সাবেক পাকিস্তানের পূর্বা্শ পূর্ব পাকিস্তানের লিগ্যাসি বহন করে যা স্ বিধান কর্তূক স্বীকৃত । আদর্শিক ভাবে কোন লিগ্যাসি বহন করে, তা স্পষ্ট নয়।
১৯৭২ সালের স ্ বিধানে ইসলামকে অবজ্ঞা করা হয় এবং ভাষাকে প্রাধান্য দেয়া হয় যা ইসলামী সভ্যতা ও মুসলমানদের অস্তিত্বের সাথে সা্ঘর্ষিক। পরবর্তীতে তা স্ শোধন করে ইসলামী আদর্শ সন্নেবেশিত করা হয়।
যেহেতু স ্ বিধানে ইসলামী সভ্যতাকে লিগ্যাসি হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে, তাহলে এদেশের মূল ভিত্তি হল মুসলিম জাতিসত্তা।
এখন আসা যাক, এই ভূ খন্ডে মুসলিম জাতি সত্তার সূত্রপাত কখন। ১২০৪ সালে এই ভূখণ্ডে ইসলামের পতাকা উত্তোলিত হয়, অতঃপর বে্গল মুসলিম সালতানাত, অতঃপর দীর্ঘ উপনিবেশ শাসনের শেষ দিকে পূর্ব বাংলা ও আসামের মুসলমানদেরকে হিন্দুত্ববাদীদের অত্যাচার হতে রক্ষার জন্য মুসলিম জাতিসত্তার উখান হয় ।
১৯০৫ সালে নবাব সলিমুল্লাহ এর নেতৃত্বে মুসলিম জাতিসত্তার ভিত্তিতে মুসলিম স্খ্যা গরিষ্ট বে্গল আসাম প্রদেশ গঠিত হয়। এটি হল এদেশের মূল ভিত্তি। এই এই মুসলিম স্খ্যাগরিষ্ঠ প্রদেশ বাংলা ভাষার ভিত্তিতে করা হয় নি, এটি ছিল মুসলিম জাতিসত্তার ভিত্তিতে। কারণ এই প্রদেশের মহানায়ক নবাব সলিমুল্লাহ ছিলেন একজন উর্দু ভাষী মুসলিম।
কাজেই এই বা্লাদেশে ভাষার ভিত্তিতে জাতিসত্তা সম্পূর্ণ ভাবে প্রকূতি বিরোধী ও আত্মঘাতী। কাজেই এদেশের অস্তিত্বের স্বার্থেই ১৯০৫ সালের লিগ্যাসি বহন করতে হবে।
চলমান,
মোঃ মোস্তফা জামাল ভূঁইয়া
চেয়ারম্যান
প্যান ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ।