বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
Headline :
রংপুর সদরে আদালতের রায় অমান্য করে মসজিদের জমিতে ঘর নির্মাণের অভিযোগ ঐতিহ্যবাহী ফেকামারা কামিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: গাইবান্ধায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত মো. নওয়াব আলী প্রধান দেবহাটায় এক যুবককে জোরপূর্বক তুলে নিয়ে অমানুষিক নির্যাতন : জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নির্যাতিত যুবক : আইনী সহযোগিতার আশ্বাস পুলিশের বেগম খালেদা জিয়া রূহের মাগফিরাত কামনায় তুরাগে দোয়া ও মিলাদ মাহফিল নাফ নদীতে মাছ ধরতে গিয়ে গুলিবিদ্ধ টেকনাফের জেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ এবং রিটার্নিং অফিসারগন, পরিদর্শন করেন চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির সভাপতি ওবাইদুল সম্পাদক-সোহেল টেকনাফে আনসার ব্যাটালিয়নের অভিযানে নুর কামাল গ্রুপের দুই ডাকাত আটক বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়া গাবতলী মহিষাবান ইউনিয়ন দলীয় কার্যালয় দোয়াও মাহাফিল

মাননীয় প্রধানমন্ত্রী! চৌধুরী খালেকুজ্জামানের কী হবে?

Reporter Name / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

হামিদুর রহমানঃ

ক্রাইম রিপোর্টার

 

মাননীয় প্রধানমন্ত্রী! চৌধুরী খালেকুজ্জামানের কী হবে?
মহিউদ্দিন মখদুমী
এখন চৌধুরী খালেকুজ্জামানের বয়স কত আমি জানি না। চৌধুরী খালেকুজ্জামান ৭১ পরবর্তী এবং পূর্ববর্তী সময়ে রংপুরকে দেখেছিলেন আপন আয়নায়। আবহমান-১ ত্রিস্রোতা ও আবহমান-২ ধ্রুবতারা দুটি উপন্যাসে তিনি ৭১ পূর্ববর্তী সময়ে এই রংপুরের, আপনার রংপুরের কিছু স্থির চিত্র কালো কালিতে এঁকেছেন। উপন্যাস দুটি পাঠ করার সময় আপনি এই চেনা রংপুরকে দেখতে পারেন অচেনা আবেশে। চৌধুরী খালেকুজ্জামান মুক্তিযুদ্ধ করেছিলেন সরাসরি। কারমাইকেল কলেজের ভিপি ছিলেন। আমি যে চৌধুরী খালেকুজ্জামানের কথা বলছি আপনি হয়তো তাকে চিনবে না। চেনার কথাও নয়। আবার অনেকেই চিনে ফেলতে পারেন। হ্যাঁ, ইয়েস- এই তো আপনি চিনেছেন, যতটুকু জানি-রংপুরে বিভাগ স্থাপন, রংপুরে বিশ্ববিদ্যালয় স্থাপন এবং রংপুর সিটি কর্পোরেশন গঠনের দাবি যিনি সবার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করেছিলেন। হ্যাঁ. তিনিই চৌধুরী খালেকুজ্জামান। ব্যক্তি জীবনে যিনি সফল, কর্মজীবনে যিনি উপমাময়. সাবেক মহাপরিচালক কর প্রশিক্ষণ পরিদপ্তর ও সাবেক অধ্যক্ষ বিসিএস কর একাডেমী এবং বিসিএস কেন্দ্রীয় সমন্বয় পরিষদের মহাসচিব ছিলেন এই চৌধুরী খালেকুজ্জামান।

বাংলাদেশ আওয়ামীলীগের দুঃসময়ে পাশে ছিলেন চৌধুরী খালেকুজ্জামান। ২০০৬ সালে সরকারী চাকুরী ছেড়ে আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের জয়লাভের পিছনে নিরলস মাঠে কাজ করেছেন চৌধুরী খালেকুজ্জামান। দলীয় নির্বাচনী ইশতেহার তৈরীর কাজও করেছিলেন। বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য তিনি। জাতীয় নির্বাচনে রংপুর-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়েছিল দুইবার। দলীয় প্রধানের নির্দেশে জোটের কারণে দলীয় প্রার্থী হতে পারেননি। নিজেকে বলি দিয়েছেন নিরুপায় হয়ে।

আওয়ামীলীগ সরকারের অনেক মন্ত্রী তাঁর বন্ধু। ২০০৮ থেকে ২০২৪ সাল টানা সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে আওয়ামীলীগ। চৌধুরী খালেকুজ্জামান দলীয় পদ পদবীর ব্যবহার করে কখনো কোন সরকারী দপ্তরে তদবির করেননি। আবার নিজের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মুখ খুলে চাইতেও পারেননি। বড়ই অভিমানী একরোখা চৌধুরী খালেকুজ্জামান। আপনার সব পথ খোলা ছিল, আছে। চাইলেই পেয়ে যেতে পারেন। এক ইশারায় লকলক করে উঠে যেতে পারেন সুন্দর নির্মাণের উপর।

তবে কী সৃষ্টিশীল মেধাবী নেতাদের দিন শেষ? তবে কী সুন্দরের পরিকল্পকরা নিভৃতে থেকে যাবে ? জীবনের বেলা শেষে একটি নিরব অতৃপ্তি নিয়ে মৃত্যুকে বরণ করে নিতে হবে চৌধুরী খালেকুজ্জামানকে? না। আমরা এটি বিশ্বাস করি না। মাননীয় প্রধানমন্ত্রী! আপনি চৌধুরী খালেকুজ্জামানকে এক নামে চেনেন, স্নেহ করেন। রংপুরের তবত উন্নয়নের কৃতিত্ব আপনার। এখন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে দিয়ে চৌধুরী খালেকুজ্জামানকে দায়িত্ব দেয়া যায় না কি?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category