হামিদুর রহমানঃ
ক্রাইম রিপোর্টার
মাননীয় প্রধানমন্ত্রী! চৌধুরী খালেকুজ্জামানের কী হবে?
মহিউদ্দিন মখদুমী
এখন চৌধুরী খালেকুজ্জামানের বয়স কত আমি জানি না। চৌধুরী খালেকুজ্জামান ৭১ পরবর্তী এবং পূর্ববর্তী সময়ে রংপুরকে দেখেছিলেন আপন আয়নায়। আবহমান-১ ত্রিস্রোতা ও আবহমান-২ ধ্রুবতারা দুটি উপন্যাসে তিনি ৭১ পূর্ববর্তী সময়ে এই রংপুরের, আপনার রংপুরের কিছু স্থির চিত্র কালো কালিতে এঁকেছেন। উপন্যাস দুটি পাঠ করার সময় আপনি এই চেনা রংপুরকে দেখতে পারেন অচেনা আবেশে। চৌধুরী খালেকুজ্জামান মুক্তিযুদ্ধ করেছিলেন সরাসরি। কারমাইকেল কলেজের ভিপি ছিলেন। আমি যে চৌধুরী খালেকুজ্জামানের কথা বলছি আপনি হয়তো তাকে চিনবে না। চেনার কথাও নয়। আবার অনেকেই চিনে ফেলতে পারেন। হ্যাঁ, ইয়েস- এই তো আপনি চিনেছেন, যতটুকু জানি-রংপুরে বিভাগ স্থাপন, রংপুরে বিশ্ববিদ্যালয় স্থাপন এবং রংপুর সিটি কর্পোরেশন গঠনের দাবি যিনি সবার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করেছিলেন। হ্যাঁ. তিনিই চৌধুরী খালেকুজ্জামান। ব্যক্তি জীবনে যিনি সফল, কর্মজীবনে যিনি উপমাময়. সাবেক মহাপরিচালক কর প্রশিক্ষণ পরিদপ্তর ও সাবেক অধ্যক্ষ বিসিএস কর একাডেমী এবং বিসিএস কেন্দ্রীয় সমন্বয় পরিষদের মহাসচিব ছিলেন এই চৌধুরী খালেকুজ্জামান।
বাংলাদেশ আওয়ামীলীগের দুঃসময়ে পাশে ছিলেন চৌধুরী খালেকুজ্জামান। ২০০৬ সালে সরকারী চাকুরী ছেড়ে আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের জয়লাভের পিছনে নিরলস মাঠে কাজ করেছেন চৌধুরী খালেকুজ্জামান। দলীয় নির্বাচনী ইশতেহার তৈরীর কাজও করেছিলেন। বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য তিনি। জাতীয় নির্বাচনে রংপুর-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়েছিল দুইবার। দলীয় প্রধানের নির্দেশে জোটের কারণে দলীয় প্রার্থী হতে পারেননি। নিজেকে বলি দিয়েছেন নিরুপায় হয়ে।
আওয়ামীলীগ সরকারের অনেক মন্ত্রী তাঁর বন্ধু। ২০০৮ থেকে ২০২৪ সাল টানা সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে আওয়ামীলীগ। চৌধুরী খালেকুজ্জামান দলীয় পদ পদবীর ব্যবহার করে কখনো কোন সরকারী দপ্তরে তদবির করেননি। আবার নিজের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মুখ খুলে চাইতেও পারেননি। বড়ই অভিমানী একরোখা চৌধুরী খালেকুজ্জামান। আপনার সব পথ খোলা ছিল, আছে। চাইলেই পেয়ে যেতে পারেন। এক ইশারায় লকলক করে উঠে যেতে পারেন সুন্দর নির্মাণের উপর।
তবে কী সৃষ্টিশীল মেধাবী নেতাদের দিন শেষ? তবে কী সুন্দরের পরিকল্পকরা নিভৃতে থেকে যাবে ? জীবনের বেলা শেষে একটি নিরব অতৃপ্তি নিয়ে মৃত্যুকে বরণ করে নিতে হবে চৌধুরী খালেকুজ্জামানকে? না। আমরা এটি বিশ্বাস করি না। মাননীয় প্রধানমন্ত্রী! আপনি চৌধুরী খালেকুজ্জামানকে এক নামে চেনেন, স্নেহ করেন। রংপুরের তবত উন্নয়নের কৃতিত্ব আপনার। এখন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে দিয়ে চৌধুরী খালেকুজ্জামানকে দায়িত্ব দেয়া যায় না কি?
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.