মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে ১৬ ডিসেম্বর মঙ্গলবার ভোর ০৬.৩৪ ঘটিকায় গাইবান্ধা পৌর পার্কে অবস্থিত বিজয় স্তম্ভে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে গাইবান্ধা জেলা পুলিশ।
এসময় গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার, গাইবান্ধা জনাব মোঃ জসিম উদ্দীন মহোদয় পুষ্পস্তবক অর্পণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব শেখ মুত্তাজুল ইসলামসহ গাইবান্ধা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়