মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রকৌশলী অফিসার ফেরদৌস আলম মজুমদার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার মোঃ আবুল বাসার, রফিকুল ইসলাম।
এর আগে সকাল ছয়টায় বীরসহিদদের স্মরণে মনোহরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধানিবেদন করা হয়। সকাল আটটায় উপজেলা নির্বাহী অফিসার কুজকায়াজ অভিবাদন গ্রহন করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডিসপ্লে প্রদান করা হয়েছে, ডিসপ্লে প্রদান করা প্রতিষ্ঠান গুলো থেকে পুরস্কার প্রদান করার মধ্যে দিয়ে প্রথম পর্ব শেষ করা হয়েছে। দ্বিতীয় পর্বে উপজেলা অডিটোরিয়াম কক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে স্মৃতিচারণ করার মধ্যে দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনের প্রোগ্রামটি সমাপ্তি হয়। এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের অফিসার বৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ,সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন , রাজনৈতিক নেতৃবৃন্দ।