” ভয় নেই তার ”
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
মহান আল্লাহর কাছে মাথা নত যার
কোথাও কোন ভয় নেই তার,
বিশ্বের মুসলিম পরস্পর ভাই ভাই
ঐক্যবদ্ধ থাকলে কোন ভয় নাই।
একত্ববাদে বিশ্বাসীদের পরস্পর বিবাদ নয়
ধৈর্য ধারণ করলে সফলতা আসবে নিশ্চয়,
ত্যাগের মানসিকতা সদাচার উদারতা
অনাবিল সুখ শান্তি সমৃদ্ধি সফলতা।
মানবতার জন্যে সেবা সাহায্য সহযোগিতা
সবাই সবার প্রয়োজনে সহায়তা একতা,
মুসলিম চিন্তা চেতনায় আছে অগ্রযাত্রা
উত্তম আখলাক নীতি তার সততা।
আরও পড়ুনঃ বর্তমান যুগে ‘ভাইরাল’ শব্দটি যেন একটি মোহে পরিণত হয়েছে
দুনিয়াতে জীবনযাপন মহান আল্লাহর পথে
পরকালের জীবনে সফলতা বিজয় সাথে সাথে,
আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি
কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ি।
পরিচিতি: লায়ন মোঃ গনি মিয়া বাবুল
( শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
সভাপতি, টেপিরবাড়ী পশ্চিম পাড়া মরহুম কাছম আলীর বাড়ী জামে মসজিদ, শ্রীপুর, গাজীপুর।