শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনমঃ
চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন” গোমস্তাপুরে ফেক আইডি ও তার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিকের নামে মিথ্যা এজাহার মনিরুলের শাস্তির দাবি সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্তব্যনিষ্ঠা, জ্ঞান ও দক্ষতা থাকা, আল্লাহভীরুতা ও সততা বজায় রাখা, পরিশ্রমী ও কর্মঠ হওয়া, রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫

বড় বড় জনসভায়,ওয়াজ মাহফিলে,সেমিনার, আলোচনা সভায় নেতা ও বক্তারাই শুধু বক্তব্য দিয়ে যাই, শ্রোতাদের বক্তব্য শুনিনা, তাদের মনোভাব, চাওয়া পাওয়া প্রয়োজনিয়তা জানতে পারিনা

নিজস্ব প্রতিবেদকঃ
পাবলিশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ

আমরা বড় বড় জনসভায়,ওয়াজ মাহফিলে,সেমিনার, আলোচনা সভায় নেতা ও বক্তারাই শুধু বক্তব্য দিয়ে যাই, শ্রোতাদের বক্তব্য শুনিনা, তাদের মনোভাব, চাওয়া পাওয়া প্রয়োজনিয়তা জানতে পারিনা। কিন্তু ছোট বৈঠকে মতবিনিময় হয় দেশ বাসীকে অনেক তথ্য জানান যায়।

আরও পড়ুনঃ ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণ‌ অনুষ্ঠানমালা উপলক্ষ্যে বইমেলার সমাপনী অনুষ্ঠিত

সারা রমজান মাসে ঢাকা,রাজশাহী ও খুলনা বিভাগের মহানগরগুলি সহ ১৭ জেলা ৬৭ উপজেলা, ৮২ ইউনিয়ন ও ৩৩৫ টি গ্রাম সফর কালে কৃষক, শ্রমিক, দোকানদার রিক্সা,ভ্যান, অটোচালক নৌকার মাঝি, ছাত্র শিক্ষক,অবসরপ্রাপ্ত সরকারী

বেসরকারী সামরিক বেসামরিক কর্মকর্তা,শিশু, তরুন নারী প্রবীন, প্রবাসী, ইউনিয়ন থেকে এসপি ডিসি জনপ্রতিনিধি খেলোয়াড়, সাংস্কৃতিক কর্মী, এনজিও কর্মকর্তা, ইমাম পুরোহিত তথা সর্বশ্রেণির মানুষের সাথে মতবিনিময় করেছি, মাটি মানুষ ও জীবজন্তুু, বিভিন্ন অবকাঠামো ও প্রকৃতি দেখেছি।

এ এক অদ্ভুত অভিজ্ঞতা। জনগন রাজনৈতিক নেতাদের পারস্পরিক সহযোগিতা, শ্রদ্ধাবোধ ও সহনশীলতা চায়।ক্ষমতায় লুটপাট ও অত্যাচার অবিচার ও বৈষম্য চায়না।আবার বিরোধী দলে ভাংচুর, গালাগালি, মারামারি চায়না।পরাতন অপ্রয়োজনীয় আইন চায়না সংবিধানের পরিবর্তন চায়।

ঘুষ দূর্নিতি, অপচয়, আমলাতন্ত্র চায়না জবাব দিহিতা চায় সবার।সামরিক বাহিনীর প্রতি আস্থা ও সমর্থন অনেক। সংস্কার ছারা, সত সেবক জনদরদী যোগ্য লোকদের নির্বাচিত হওয়ার পরিবেশ ও বিধান চায়।ডঃ ইউনুসের নেতৃত্বে অন্তরবর্তী সরকারের পরিবর্তে বিপ্লবী জাতীয় সরকার চায়।সবাই বলে ও দোয়া করে যেন হজরত ওমর ফারুক (রাঃ) এর মত উপযুক্ত নেতা ও উপযুক্ত সঙ্গীসাথী সহ জনপ্রিয় সরকার চায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ চায়।

আরও পড়ুনঃ কালীগঞ্জে পূর্বাচল নতুন শহরে উচ্ছেদ অভিযান যৌথবাহিনীর

কোন প্রদেশ ও বিভাগ চায়না।জনগনের মধ্য থেকে ঔ জেলার লোকদের থেকে গবর্নরের নেতৃত্বে স্বশাসিত জেলা সরকার চায়, রাস্ট্রপতি শাসিত সরকার চায়। গোটা সফরের খরচ, থাকা খাওয়া, বিভিন্ন ইফতারের সভার এমনকি মসজিদে বক্তব্যের ব্যাবশ্হা তারাই করেছে। সম্ভব হয়েছে ৬০ বছরের পুরাতন সরকার অনুমোদিত জাতীয় ভিত্তিক যুব ও সমাজকল্যাণ প্রতিষ্ঠান জাতীয় তরুণ সংঘ ও এর বিভিন্ন জনহিতকর কার্যক্রমেরজন্য।

আল্লাহর অসীম রহমতের জন্য।গতকাল ১লা এপ্রিল ২০২৫ ঈদের ২য় দিন আমি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বিভিন্ন গ্রামে ছোট ছোট মতবিনিময় সভা করেছি। পাশাপাশি মোবাইলে দেশ বিদেশে আলাপ আছেই। ২২ ঘন্টা করে কাজ করেছি। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া আমার সাক্ষাৎকার প্রচার করলে সবাই, সরকার উপকৃত হবেন ইনশাআল্লাহ।

দেশ বিদেশের সবাইকে বিশেষ করে জাতীয় তরুণ সংঘের সবাইকে ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ। অভিনন্দন, শুভ কামনা ও দোয়া। ঈদের ৯ দিনের ছুটিতে আসুন বৃক্ষ রোপন করি, জনহিতকর কার্যক্রম দিয়ে কল্যানকর বাংলাদেশ গঠনে ড: ইউনুসকে একটু সাহস দেই ও সবার মনে হাসি ফুটাই । মহান ও সর্ব শক্তি মান আল্লাহ আমাদের সহায় হোন। আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাতীয় তরুণ সংঘ।


এই বিভাগের আরও খবর