মোহাম্মদ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধিঃ
অদ্য ১০ আগস্ট ২০২৫ খ্রিঃ বান্দরবান পার্বত্য জেলার পুলিশ লাইন্স ড্রিল শেডে বান্দরবান জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত কিট প্যারেডে উপস্থিত সকলের কিট সামগ্রী পরিদর্শন করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়।
আরও পড়ুনঃ এই যে কিছু লোকজন বড় বড় আওয়াজ দেন পিছনের ইতিহাস জানেন আসেন জানি
এসময় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন আমরা একটি সুশৃঙ্খল বাহিনী সুতরাং আমাদের পোশাকে ও তার বহিঃপ্রকাশ থাকতে হবে। উত্তম পোষাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
পুলিশ সুপার মহোদয় আরো বলেন পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন-যাপন ও পেশাদারিত্বের সহিত কাজ করে জনগণের আস্থা অর্জন করার নির্দেশনা প্রদান করেন।
এ সময় বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।