হাফিজা খানম: স্টাফ রিপোর্টার :
মহান বিজয় দিবস উপলক্ষে রূপসা উপজেলার ১নং আইচগাতী ইউনিয়নের আরশাদ আলী এন্ড সবুরুন্নেছা ডিগ্রি গার্লস কলেজের উদ্যোগে আলোচনা সভা ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা কোনো অভ্যুত্থানের সঙ্গে তুলনা করা যাবে না।১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিত হামলা চালিয়ে রাজারবাগ পুলিশ লাইনসহ সারা দেশে নির্বিচারে গুলি বর্ষণ শুরু করে।তখন জাতি দিশেহারা হয়ে পড়লেও মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করলে মুক্তিকামী জনতা স্পষ্ট দিকনির্দেশনা পায়।তিনি আরও বলেন, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ ও ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং মা-বোনদের ইজ্জতের বিনিময়ে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। একটি পতাকা ও সার্বভৌমত্ব এমনিতেই আসেনি।মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনো অভ্যুত্থানকে এক করে দেখা ইতিহাস বিকৃতি।তিনি সতর্ক করে বলেন, স্বাধীনতার চেতনা ভুলে গেলে দেশ আবারও ষড়যন্ত্রের মুখে পড়তে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, খুলনার পরিচালক প্রফেসর ড. মো. আনিসুর রেজা।এছাড়া উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য ড. সৈয়দ কামরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, অধ্যক্ষ এম এম আমজাদ হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু,কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল,সাবেক যুগ্ম আহবায়ক মোস্তাফা উল বারি লাভলু, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হয়, যা কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।