বগুড়াতে পাঁচশত পরিবারের যাতায়াতের রাস্তার সামনে বিল্ডিং বাড়ি তুলে বন্ধ করে দেন
মোজাফফর রহমান সিনিয়র রিপোর্টার বগুড়া বগুড়াতে পাঁচশত পরিবারের ও স্কুলের ছাত্র ও ছাত্রীর যাতায়াতের রাস্তার সামনে বিল্ডিং বাড়ি তুলে বন্ধ করে দেন থানায় অভিযোগ। থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বগুড়া সদর পৌরসভা গ্রাম নাটাই পাড়া বউ বাজার থানা ও জেলা বগুড়া সদর যাতায়াতের সুবিধার জন্য গত কয়েক মাসপূর্বে এলাকার লোকসহ গ্রামের জনসাধারণ ও মোঃ আলীআলি পিতাঃমৃত আব্বাস আলী, আব্দুল জলিল আব্দুর রশিদ সহওপৌরসভা মামলা করেন মামলা নাম্বার২০৮/২৫-২৬তাং১৩/১০/২৫ইংবিবাদী কে নির্মাণ কাজ বন্ধ রাখার নোটিশ প্রধান করে কিন্তু বিবাদীরা পৌরসভার নিষেধজ্ঞ অমান্য কোরিয়া ১৬-১০-২৫ইংসন্ধ্যা
ছয়টার সময় আবার কাজ শুরু করে থানায় অভিযোগ করলে পুলিশ আছে বন্ধ করে দেয় আবার ১৮-১০-২৫ইংসকাল ছয়টার দিকে হঠাৎ করে প্রতিবেশী মোঃ তহমিদুল হক দুলাল সহ ১০/১৫জন একত্রিত হয়ে ওই রাস্তার উপর বিল্ডিং বাড়ি তুলে পথ বন্ধ করে দিয়েছে পরে আবার ৯৯৯ ফোন দিলে পুলিশ আসিয়া বলে যায় পৌরসভায় মামলার বিচারাধীন রয়েছে এবং২১-১০- ২৫ইং তারিখে পৌরসভার বসার তারিখ আছে আপনারা বসে সমাধান করার পর কাজ করিবেন।এব্যাপারে থানা অফিসার ইনচার্জ বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।