বগুড়াতে পাঁচশত পরিবারের যাতায়াতের রাস্তার সামনে বিল্ডিং বাড়ি তুলে বন্ধ করে দেন
মোজাফফর রহমান সিনিয়র রিপোর্টার বগুড়া বগুড়াতে পাঁচশত পরিবারের ও স্কুলের ছাত্র ও ছাত্রীর যাতায়াতের রাস্তার সামনে বিল্ডিং বাড়ি তুলে বন্ধ করে দেন থানায় অভিযোগ। থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বগুড়া সদর পৌরসভা গ্রাম নাটাই পাড়া বউ বাজার থানা ও জেলা বগুড়া সদর যাতায়াতের সুবিধার জন্য গত কয়েক মাসপূর্বে এলাকার লোকসহ গ্রামের জনসাধারণ ও মোঃ আলীআলি পিতাঃমৃত আব্বাস আলী, আব্দুল জলিল আব্দুর রশিদ সহওপৌরসভা মামলা করেন মামলা নাম্বার২০৮/২৫-২৬তাং১৩/১০/২৫ইংবিবাদী কে নির্মাণ কাজ বন্ধ রাখার নোটিশ প্রধান করে কিন্তু বিবাদীরা পৌরসভার নিষেধজ্ঞ অমান্য কোরিয়া ১৬-১০-২৫ইংসন্ধ্যা
ছয়টার সময় আবার কাজ শুরু করে থানায় অভিযোগ করলে পুলিশ আছে বন্ধ করে দেয় আবার ১৮-১০-২৫ইংসকাল ছয়টার দিকে হঠাৎ করে প্রতিবেশী মোঃ তহমিদুল হক দুলাল সহ ১০/১৫জন একত্রিত হয়ে ওই রাস্তার উপর বিল্ডিং বাড়ি তুলে পথ বন্ধ করে দিয়েছে পরে আবার ৯৯৯ ফোন দিলে পুলিশ আসিয়া বলে যায় পৌরসভায় মামলার বিচারাধীন রয়েছে এবং২১-১০- ২৫ইং তারিখে পৌরসভার বসার তারিখ আছে আপনারা বসে সমাধান করার পর কাজ করিবেন।এব্যাপারে থানা অফিসার ইনচার্জ বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.