রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

ফ্যাসিস্ট আচরণ ও দায়িত্ব এড়ানোর অভিযোগ: সাদুল্লাপুর ইউএনওকে ঘিরে ফেসবুকে সমালোচনার ঝড়

রিপোর্টার নাম
পাবলিশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
ফ্যাসিস্ট আচরণ ও দায়িত্ব এড়ানোর অভিযোগ: সাদুল্লাপুর ইউএনওকে ঘিরে ফেসবুকে সমালোচনার ঝড়

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র সমালোচনার ঝড়। তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, অসহযোগিতা ও ফ্যাসিস্ট আচরণের অভিযোগ তুলেছেন বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ নাগরিকরা।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ‘ঝুঁকিপূর্ণ গাছের নিচে সাংবাদিক পরিবারের বসবাস, ইউএনও’র দায়সারা তদন্ত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর থেকেই ফেসবুকজুড়ে শুরু হয় বিতর্ক। অনেকেই মন্তব্যে ইউএনও’র আচরণকে ‘অমানবিক’, ‘ফ্যাসিবাদী’ ও ‘জনবিচ্ছিন্ন’ বলে অভিহিত করেন

ন্যাশনাল ক্যাম্পেইন ফর পিপলস (এনসিপি) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ইউএনও’র বিরুদ্ধে সরব প্রতিবাদ জানানো হয়। গত ১৮ মে এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ ফেসবুকে লেখেন:

তবে কি সাদুল্লাপুরের ইউএনও ফ্যাসিস্টদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছেন?”

আরও পড়ুনঃ চেয়ারে বসে নামাজ পড়ার শরয়ী হুকুম:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক শাকিল শেখ সাগর লিখেছেন:

ইউএনও নিষিদ্ধ আ.লীগকে সহায়তা করছেন। আগামী ২৪ ঘণ্টায় অপসারণ না হলে উপজেলা পরিষদের কার্যক্রম বন্ধ করা হবে।”

এই পোস্টগুলোর পর সাধারণ নাগরিক থেকে শুরু করে ছাত্রনেতা পর্যন্ত অনেকে ইউএনও’র বিরুদ্ধে ‘ফ্যাসিস্ট মনোভাব’, ‘অসহযোগিতা’ ও ‘অপমানজনক আচরণ’-এর অভিযোগ তোলেন। কেউ কেউ দাবি করেন, ইউএনও সরাসরি খারাপ ব্যবহার করেছেন এবং প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে হয়রানি করছেন।

সাংবাদিক জিল্লুর রহমান মন্ডল পলাশ লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার বসতবাড়ির পাশেই ঝুঁকিপূর্ণ ৬টি মেহগনি গাছ রয়েছে। এ বিষয়ে ইউএনও’র কাছে আবেদন জানানো হলেও তিনি ‘দায়সারা তদন্ত’ করে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি।

স্থানীয় বাসিন্দা আমিনুর রহমান ও মামুনুর রহমান বলেন:

ইউএনও আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। তাকে দ্রুত অপসারণ করতে হবে।”

কমেন্টে আরও দেখা যায়, কেউ লিখেছেন, “তার আচরণ পুরোপুরি ফ্যাসিবাদী”, আরেকজন বলেন, “প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে ইউএনও হয়রানি করছেন।”

ইউএনও অনিক ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি সাধারণ সেবা প্রত্যাশীদের সঙ্গে দুর্ব্যবহার করেন, সরকারি ফোন কিংবা ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করলে সাড়া দেন না, এমনকি হোয়াটসঅ্যাপ বার্তারও উত্তর দেন না। এর ফলে সাধারণ জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

বিশেষভাবে আলোচনায় এসেছে, দীর্ঘদিন পরিষদের হয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করা দুই প্রবীণ কর্মচারী খোকন ও মোহাম্মদ আলীর প্রতি ইউএনও’র অবমাননাকর আচরণ। অভিযোগ অনুযায়ী, তাদের অফিসে আসতে নিষেধ করেছেন ইউএনও।

বিতর্কিত ফেসবুক পোস্টের পর ইউএনও কয়েকজন ছাত্রনেতাকে কার্যালয়ে ডেকে নিলেও সমঝোতার প্রচেষ্টা ব্যর্থ হয়। এনসিপি ও ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, “প্রশাসনের ফ্যাসিস্ট আচরণ রুখে দাঁড়াব, বিপ্লব চলবে।”

সাদুল্লাপুরের ইউএনও অনিক ইসলামকে ঘিরে এই উত্তেজনা ও সমালোচনা স্থানীয় প্রশাসনের কার্যক্রমে প্রভাব ফেলছে। জনদুর্ভোগ ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ ও সামাজিক সংগঠনগুলো।


এই বিভাগের আরও খবর