শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনমঃ
ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন? খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!

ফটিকছড়িতে খেজুর গাছের চারা রোপণ ও পরিবেশ সংরক্ষণ ক্যাম্পিং অনুষ্ঠিত

রিপোর্টার নাম
পাবলিশ: রবিবার, ২২ জুন, ২০২৫
ফটিকছড়িতে খেজুর গাছের চারা রোপণ ও পরিবেশ সংরক্ষণ ক্যাম্পিং অনুষ্ঠিত

চট্টগ্রাম থেকে :

গতকাল ২০ জুন শুক্রবার সকাল ১০ টায় ফটিকছড়ি উপজেলার পাইন্দং হাইদচকিয়ায় সূর্যগিরী আশ্রম প্রাঙ্গনে চট্টগ্রামের কৃষি, জলবায়ু ও পরিবেশ বিষয়ক সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে খেজুর গাছের চারা রোপণ, চারা বিতরণ ও পরিবেশ সংরক্ষণ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : মোজাম্মেল হক চৌধুরী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বৃক্ষ রোপণ কার্যক্রম একটি প্রশংসনীয় উদ্যোগ। বৃক্ষ আমাদের বেচে থাকার জন্য অক্সিজেন দেয়, প্রকৃতিতে সুন্দর করে, পরিবেশ ও জলবায়ুকে সমুন্নত রাখাসহ বহু কল্যাণ করে।

মো : মোজাম্মেল হক চৌধুরী বলেন, বৃক্ষ রোপণ পরিবেশ, প্রকৃতি, জলবায়ুকে যেমন উন্নত রাখে ঠিক তেমনি ব্যক্তি ও দেশকে অর্থনৈতিক সাবলম্বীতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা যতবেশি গাছের চারা রোপণ করবো ততবেশি ব্যক্তি ও দেশ সমৃদ্ধ ও উন্নত হবে। তাই প্রত্যেককে এবার অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করি।

এ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব ও পরিবেশ সংগঠক মো : মাসুদ রানার সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব ও পরিবেশ সাংবাদিক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, আমরা সকলে অন্তত একটি করে গাছ লাগাই। যে যেখানে পাারেন সেখানেই গাছ লাগান। গাছ শুধু আমাদের বাঁচিয়ে রাখেনা, একটি গাছ হতে সৃষ্টিকুলের সকল প্রাণীর অনেক উপকার হয়।

এসময় উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি “ক” জোনের সমন্বয়ক মাস্টার দিদারুল আলম, লায়ন্স ক্লাব অব চিটাগং ফটিকছড়ির প্রেসিডেন্ট লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, লায়ন মোহম্মদ জানে আলম, লায়ন মোহাম্মদ ফোরকারুল আমিন, লায়ন এডভোকেট মোহাম্মদ কাশেম, লায়ন মোহাম্মদ ইয়াকুব, লায়ন এডভোকেট মোহাম্মদ সেলিম, লায়ন পণ্ডিত সলিল আচার্য,

লায়ন পণ্ডিত তরুণ কুমার আচার্য, দৈনিক আমার প্রাণের বাংলাদেশের স্টাফ রিপোর্টার এস এম শামীম, দৈনিক অগ্নি শিখার স্টাফ রিপোর্টার মোহাম্মদ এমরান, সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, ফটিকছড়ি উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি হাসান সিকদার, সূর্যগিরি আশ্রম শাখা গাউসিয়া হক কমিটির সভাপতি টিটু চৌধুরী, সাধারণ সম্পাদক ধীমান দাশ,

আরও পড়ুনঃ বাগীশিক চট্টগ্রাম উওর জেলার অভিষেকে জেলা লিগ্যাল এইড অফিসার

সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী, মানিক বড়ুয়া, লালু চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, অর্থ সম্পাদক অভিবসু মল্লিক, মিঠু গুপ্ত, শিক্ষিকা অর্চনা রানী আর্চয্য, শিপ্রা বসু মল্লিক, ঝুমুর সর্দার, রুবেল শীল, আবু বড়ুয়া, তুর্ণা আচার্য্য।

এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মোজাম্মেল হক চৌধুরী শিশু কিশোরদের মাঝে বিভিন্ন প্রজাতির শতাধিক চারা বিতরণ করেন এবং খেজুর গাছের চারা রোপণ করেন।


এই বিভাগের আরও খবর