চট্টগ্রাম থেকে :
গতকাল ২০ জুন শুক্রবার সকাল ১০ টায় ফটিকছড়ি উপজেলার পাইন্দং হাইদচকিয়ায় সূর্যগিরী আশ্রম প্রাঙ্গনে চট্টগ্রামের কৃষি, জলবায়ু ও পরিবেশ বিষয়ক সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে খেজুর গাছের চারা রোপণ, চারা বিতরণ ও পরিবেশ সংরক্ষণ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : মোজাম্মেল হক চৌধুরী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বৃক্ষ রোপণ কার্যক্রম একটি প্রশংসনীয় উদ্যোগ। বৃক্ষ আমাদের বেচে থাকার জন্য অক্সিজেন দেয়, প্রকৃতিতে সুন্দর করে, পরিবেশ ও জলবায়ুকে সমুন্নত রাখাসহ বহু কল্যাণ করে।
মো : মোজাম্মেল হক চৌধুরী বলেন, বৃক্ষ রোপণ পরিবেশ, প্রকৃতি, জলবায়ুকে যেমন উন্নত রাখে ঠিক তেমনি ব্যক্তি ও দেশকে অর্থনৈতিক সাবলম্বীতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা যতবেশি গাছের চারা রোপণ করবো ততবেশি ব্যক্তি ও দেশ সমৃদ্ধ ও উন্নত হবে। তাই প্রত্যেককে এবার অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করি।
এ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব ও পরিবেশ সংগঠক মো : মাসুদ রানার সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব ও পরিবেশ সাংবাদিক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, আমরা সকলে অন্তত একটি করে গাছ লাগাই। যে যেখানে পাারেন সেখানেই গাছ লাগান। গাছ শুধু আমাদের বাঁচিয়ে রাখেনা, একটি গাছ হতে সৃষ্টিকুলের সকল প্রাণীর অনেক উপকার হয়।
এসময় উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি "ক" জোনের সমন্বয়ক মাস্টার দিদারুল আলম, লায়ন্স ক্লাব অব চিটাগং ফটিকছড়ির প্রেসিডেন্ট লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, লায়ন মোহম্মদ জানে আলম, লায়ন মোহাম্মদ ফোরকারুল আমিন, লায়ন এডভোকেট মোহাম্মদ কাশেম, লায়ন মোহাম্মদ ইয়াকুব, লায়ন এডভোকেট মোহাম্মদ সেলিম, লায়ন পণ্ডিত সলিল আচার্য,
লায়ন পণ্ডিত তরুণ কুমার আচার্য, দৈনিক আমার প্রাণের বাংলাদেশের স্টাফ রিপোর্টার এস এম শামীম, দৈনিক অগ্নি শিখার স্টাফ রিপোর্টার মোহাম্মদ এমরান, সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, ফটিকছড়ি উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি হাসান সিকদার, সূর্যগিরি আশ্রম শাখা গাউসিয়া হক কমিটির সভাপতি টিটু চৌধুরী, সাধারণ সম্পাদক ধীমান দাশ,
আরও পড়ুনঃ বাগীশিক চট্টগ্রাম উওর জেলার অভিষেকে জেলা লিগ্যাল এইড অফিসার
সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী, মানিক বড়ুয়া, লালু চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, অর্থ সম্পাদক অভিবসু মল্লিক, মিঠু গুপ্ত, শিক্ষিকা অর্চনা রানী আর্চয্য, শিপ্রা বসু মল্লিক, ঝুমুর সর্দার, রুবেল শীল, আবু বড়ুয়া, তুর্ণা আচার্য্য।
এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মোজাম্মেল হক চৌধুরী শিশু কিশোরদের মাঝে বিভিন্ন প্রজাতির শতাধিক চারা বিতরণ করেন এবং খেজুর গাছের চারা রোপণ করেন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.