মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটারঃ
ফকির আলমগীর এ ফেরদৌস ওয়াহিদ দুই বন্ধু। বাংলাদেশ প্রতিদিনের বিনোদন পাতায় পপ সংগীতের অন্যতম এই দুই প্রতিষ্ঠাতাকে নিয়ে একটা আয়োজন করেছিলাম। তাদেরকে এক সঙ্গে রিক্সা বসিয়ে ছবি তুললেন আমাদের নিজস্ব ক্যামরাম্যন। একজন রিক্সা চালাচ্ছেন আরেক জন বসে আছেন ।
ফকির ভাই সেই ছবি আমাদের কাগজে প্রকাশের আগে দিয়ে দিলেন ফেসবুকে। তারপর অন্য একটি কাগজ তা প্রকাশ হয় । বিনোদন বিভাগের প্রধান আলী আফতাব মন খারাপ করে।
আমি ফকির ভাইকে ফোন করে হৈ চৈ করলাম। তিনি কিছু বললেন না। চলে এলেন অফিসে । বললেন ভাইটি কিছু মনে কইরো না। ভুল হয়ে গেছে।
সম্পর্কটা আশির দশক থেকে ।
আরও পড়ুনঃ কুরআন অবমাননার প্রতিবাদে মোহনগঞ্জে বিক্ষোভ অনুষ্ঠিত
তার খিলগাঁওয়ের বাড়ি , বিসিআইসির অফিসে গেছি অনেক বার । ২০০০ সালে এটিএন বাংলার ইউরোপ যাত্রায় এক সঙ্গে ঘুরেছি ইটালি, জার্মানি, লন্ডন । তিনি ঋষিজ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা। একুশে পদক পেয়েছিলেন।
মানুষকে জাগিয়ে তুলতে তার কয়েকটি গান-
১। ও সখিনা গেছোস কিনা ভুইলা আমারে
২। নাম তার ছিল জন হেনরি
৩। মায়ের একধার দুধের দাম
আজ তার চিরতরে চলে যাওয়ার দিনে শ্রদ্ধা ।
ছবি – আমার অফিসে। সঙ্গে আনন্দবাজার পত্রিকার সাবেক নির্বাহী সম্পাদক সুখরঞ্জন দাশগুপ্ত ।