শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনমঃ
ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন? খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!

দলের ব্যাটিং আর নেতৃত্ব দুটিকেই প্রমাণ করতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

রিপোর্টার নাম
পাবলিশ: বুধবার, ২৮ মে, ২০২৫
দলের ব্যাটিং আর নেতৃত্ব দুটিকেই প্রমাণ করতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

ডেস্ক রিপোর্টঃ

আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার বাংলাদেশ দলের সামার্থ্য নিয়ে প্রশ্ন। আগমী বছর টি- টোয়েন্টি বিশ্বকাপে এই দল কতোটা যোগ্য তা নিয়েও নানা আলোচনা-সমালোচনা। এমন কঠিন মুহূর্তে সামনে রেখেই আজ পাকিস্তানের বিপক্ষে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ।

দুই দলের ২০ ওভারের ক্রিকেটের পরিসংখ্যানেও বড় ব্যবধান। জয়-পরাজয়ের হিসেবে অনেক পিছিয়ে টাইগাররা। এই সিরিজের আগে বাংলাদেশ দল দাড়িয়ে আছে একটি পরীক্ষার সামানে। বিশেষ করে দলের ব্যাটিং আর নেতৃত্ব দুটিকেই প্রমাণ করতে হবে নতুন করে। অধিনায়ক লিটন দাস ফর্মে নেই, কবে ফিরবেন তাও বলা যাচ্ছেনা। শুধু তাই নয় তার পারফম্যান্সের ধারাবাহিকতা নিয়ে আছে প্রশ্ন।

একই অবস্থা দলের বাকি ব্যাটারদের নিয়েও। এক ম্যাঝে জ্বলে উঠলে পরের ম্যাচেই যেন হওয়ার ফানুষ। আসন্ন বিশ্ব্বকাপের আগে নিজেদের দেশের বাইরে প্রমাণের বড় সুযোগ। কিন্তু প্রশ্ন একটাই পারবেতো বাংলাদেশ! দলের প্রধান কোচ ফিল সিমন্সও কঠিন চ্যালেঞ্জে। সফল্য ধরা না দিলে তার বিদায়টাও হতে পারে অস্বস্তিকর। বিশেষ করে অরব আমিরাতের বিপক্ষে হারের পর ফিসফাঁস শুরু হয়েগেছে। তবে এই কোচ মনে করেন সেই হারটাই হবে তাদের জন্য বড় অনুপ্রেরনা।

তিনি বলেছেন, ‘আমিরাতে সিরিজ হেরে যাওয়া কঠিন। কিন্তু কখনো কখনো এমন কিছু আপনাকে চাঙা করে তোলে, আশা করি আমাদের দলকেও তা করবে।’ অন্যদিকে এরই মধ্যে বাংলাদেশ শিবিরে একের পর ইনজুরির হানা। প্রথমে দলের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েন। এরপর দলের ব্যাটার সৌম্য সরকারও একই কারণে ছিটকে পড়েছেন।

আরেক দিকে দলের আরেক সেরা পেসার মোস্তাফিজুর রহমান ছিটকে পড়েছেন। বলার অপেক্ষা রাখেনা ফিজকে ছাড়া পাকিস্তানের বিপক্ষে বোলিং বিভাগও থাকবে চ্যালেঞ্জে। কারণ আমিরাতের বিপক্ষে হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিবরা নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হয়েছে। তবে সৌমের পরিবর্তে মেহেদী হাসান মিরাজ আর ফিজের জায়গাতে দলে জায়গা পেয়েছেন আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদ। অন্যদিকে ব্যাট হাতে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন পারফরর্ম করলেও তাদের ধারাবাহিকতা নিয়ে আছে প্রশ্ন।

দলের অধিনায়ক লিটন ও সিনিয়র ক্রিকেটা নাজমুল হোসেন শান্ত ফর্মে নেই। তাওহীদ হৃদয়, সামীম হোসেন পাটোয়ারিরাও দলের জন্য অবদান রাখতে পারেছেননা। তবে জাকের আলী আছেন, তিনি দলকে টানছেন অনেকটাই একাই। দলের সঙ্গে যুক্ত হয়েছেন পাকিস্তান সুপার লীগে চ্যাম্পিয়ান দলে অবদান রাখা রিশাদ হোসেনও। সব মিলিয়ে পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে টাইগারদের ‘পরীক্ষা’ বললে ভুল হবেনা। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা অধিনায়কের সামনে।

নেতৃত্বই নয় প্রমাণ দিতে হবে নিজের পারফরম্যান্সেরও। নয় তিনি হয়ে থাকবেন দলের জন্য বড় বোঝা। অন্যদিকে সবশেষ দুটি সিরিজে অবশ্য ভালো করতে পারেনি পাকিস্তানও। নিউজিল্যান্ডের কাছে পাঁচ ম্যাচের টিুটোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছে। তার আগে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছেও। এখনই পাকিস্তানকে হারানোর জন্য সেরা সময় কি না, এমন প্রশ্নও ছিল সিমন্সের কাছে। তিনি বলছেন, ‘আমি জানি না পাকিস্তানকে হারানোর জন্য এটাই সেরা সময় কি না। আমার মনে হয়, এটা আমাদের সেরাটা খেলার সময়। যেকোনো সময়ই পাকিস্তান ভয়ংকর দল।

তারা আজ খারাপ খেলতে পারে, কাল আবার আলাদা হয় যাবে। আপনারা বলছেন পাকিস্তান ভালো খেলছে না, কিন্তু পাকিস্তান তো পাকিস্তানই।’ স্বাগতিকদের নয়া কোচও নিজেরে নিয়ে একটু ভয়ে আছেন। ঘরের মাঠে খেললেও সদ্য নিযুক্ত পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসন সমীহ করছেন বাংলাদেশকে। লাহোরে তিনি বলেছেন, ‘দেখুন, এমন কন্ডিশনে বাংলাদেশ সব সময় চ্যালেঞ্জিং। তাদের নিজেদের কন্ডিশনে আমি অনেকবার দলের অংশ ছিলাম।

তারা চ্যালেঞ্জিং।’ এই সিরিজ দিয়ে বাংলাদেশ দলের সঙ্গে কাজ শুরু করেছেন নতুন পেস বোলিং কোচ শন টেইট। পিএসএলে কাজ করা সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার পাকিস্তানেই যোগ দিয়েছেন দলের সঙ্গে। পেসারদের জন্য তিনি দারুণ সংযোজন হবেন বিশ্বাসের কথা বলেছেন সিমন্স।


এই বিভাগের আরও খবর