শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনমঃ
বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডঃ  বগুড়ার গাবতলীতে বসতবাড়ি ভাঙচুর, নারী আহত – আদালতে মামলা মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন”

*ঢাকা বিমানবন্দরে ৮৯৬ গ্রাম সোনা সহ ০২ জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ*

রিপোর্টার নাম
পাবলিশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোঃ হাছান (৩৯) ও মোঃ শাহাজান (৪৯) নামে দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

গত ০৮/০৭/২০২৫ খ্রি. দুপুর ০২.০০ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ০১ নং ক্যানোপী এলাকা থেকে মোঃ হাছান (৩৯) ও মোঃ শাহাজান (৪৯) নামীয় দুইজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে সু-কৌশলে পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স তাদেরকে আটক করে।

আটককৃত ব্যক্তিদ্বয়কে এপিবিএন অফিসে নিয়ে এসে শরীর তল্লাশি করলে মোঃ হাছান (৩৯) এর পরিহিত পাঞ্জাবীর পকেট থেকে ৫০২ গ্রাম ও মোঃ শাহাজান (৪৯) এর পরিহিত পাঞ্জাবীর পকেট থেকে ৩৯৪ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ খুলনার আরংঘাটা প্রেস ক্লাবে হামলার মূলহোতা শীর্ষ সন্ত্রাসী সুজন এখনো বহল তবিয়তে

দুইজনের কাছে থাকা সর্বমোট ৮৯৬ (আটশত ছিয়ানব্বই) গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার জব্দতালিকা মূলে জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য ১,০৭,০৪,৩০০/-(এক কোটি সাত লক্ষ চার হাজার তিনশত) টাকা। উল্লেখ্য যে, স্বর্ণালংকারগুলোর মান ২১ ও ২২ ক্যারেট। ধৃত আসামী মোঃ হাছান (৩৯) ও মোঃ শাহাজান (৪৯) দ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ হতে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনয়ন করে।

আটককৃত ব্যক্তিদ্বয় দীর্ঘদিন যাবৎ বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট এর সাথে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে বলে জানা যায়। মোঃ হাছান (৩৯) ও মোঃ শাহাজান (৪৯) দ্বয়ের বিরুদ্ধে বিমানবন্দর থানায় অদ্য মঙ্গলবার সন্ধ্যায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ধৃত আসামীদ্বয় অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগীতায় পরস্পর যোগসাজসে অবৈধ পন্থায় সরকারকে রাজস্ব কর ফাঁকি দিয়ে স্বর্ণালংকার আনয়ন করে নিজ হেফাজতে রেখে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫ বি এর ১ (বি)/২৫-ডি ধারায় অপরাধ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অপারেশনাল কমান্ডার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক জানান, ‘আমরা নিয়মিতভাবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে কাজ করে আসছি। সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোন চোরাচালান রোধে আমরা বদ্ধপরিকর।’


এই বিভাগের আরও খবর