ঝালকাঠি প্রতিনিধি:-
২৪ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় শ্রী শ্রী কেন্দ্রীয় হরিসভা মন্দিরে এফসিডিও-এর অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আওতায় সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপনে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজাপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে আন্তঃধর্মীয় সম্প্রীতি বাজায় রাখার আহ্বানে সম্প্রীতির সমাবেশ ও আলোচনা হয়।
পিএফজি অ্যাম্বাসেডর ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর শাখার সহ-সভাপতি মো: আল অমীন রুম্মান এর সঞ্চালনায় সম্প্রীতির সমাবেশে সভাপতিত্ব করেন শ্রী শ্রী কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সভাপতি প্রান ভল্লব সাহা।
এ সভায় উপস্থিত ছিলেন পিএফজির কো-অর্ডিনেটর ও উন্নয়ন সংগঠন সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল, উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, উপজেলা হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক নিত্যানন্দ সাহা, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল কর্মকার,
রাজাপুর পুরোহিত কমিটির সভাপতি রতন কুমার চক্রবর্তী, পিএফজি সদস্য ও পুরোহিত কমিটির সহ-সভাপতি কঞ্জন কান্তি চক্রবর্তী সাধারণ সম্পাদক বাবু শ্যামল চ্যাটার্জী, প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য খাইরুল ইসলাম পলাশ, সদস্য নেয়ামুল হাসান হিরণ, মওলানা আবু হানিফ , জাতীয় পার্টির সদস্য কামরুল ইসলাম রানা , সমাজসেবক মাওলান তরিকুল ইসলাম,
আরও পড়ুনঃ রাজবাড়ীতে বিনামূল্যে চক্ষু সেবা পেল ৩শ রোগী
ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর সহ-সমন্বয়কারী ছাত্র অধিকার পরিষদের উপজেলা সাবেক সভাপতি আল আমিন, ছাত্র সামাজের সদস্য সাইফুল ইসলাম সাব্বির, কলেজ ছাত্রী তামিরা তারেক ইভা, ঝর্না রানী রায়, শ্রাবনী দাস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ছাত্র/ছাত্রী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
আরও পড়ুনঃ গজারিয়ায় জটিল রোগে আক্রান্ত শাওনের পাশে ইঞ্জি:দিদার আলম
বক্তারা বলেন, শ্রী শ্রী কেন্দ্রীয় হরিসভা মন্দিরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ইমাম, পুরোহিত, হিন্দু-মুসলিম, নারী-পুরুষ সবার অংশগ্রহণে এ ধরনের আয়োজন এই প্রথম। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, সবার সহযোগিতা থাকলে আগামীর দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুন্দরভাবে উদযাপিত হবে।
বক্তারা আরও বলেন, একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণই আমাদের সবার লক্ষ্য, আর “সম্প্রীতির রাজাপুর” গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির।