বিশেষ প্রতিনিধিঃ
জরুরী মানববন্ধন –
আগামীকাল ১২ই জুলাই ২০২৫ শনিবার সকাল সারে নটায় রাজশাহীতে আলুপট্টি মোরে জাতীয় তরুণ সংঘ আয়োজিত মানববন্ধনে বিপুল সংখ্যক মানুষ নিয়ে উপশ্হিত থেকে সাফল্যমন্ডিত করার জন্য অনুরোধ করেছেন আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাতীয় তরুণ সংঘ ০১৭১১৫৪২৯১৬,০১৮৪১৫৪২৯১৬ ও সংঘের রাজশাহী মহানগর, জেলা ও বিভাগ শাখার নেতৃবৃন্দ।
বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি দূর্নীতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বৃক্ষ রোপণ ও বেকারত্ব দূরিকরন সহ, নির্বাচন না হওয়া পর্যন্ত সততা, যোগ্য,অভিজ্ঞ ও জনসমপৃক্ত ব্যাক্তিদের সকল পর্যায়ে শ্হানীয় প্রতিষ্ঠানে মনোনীত করার জন্য আহবান জানান হবে ।
আরও পড়ুনঃ “রাঙ্গামাটিতে এসএসসি পাশের হার ৫৬.৫৫% : ফলাফল বিপর্যয় “
জাতীয় তরুণ সংঘ সকল বিভাগে এ ধরনের মানববন্ধন করবে ইনশাআল্লাহ। যোগাযোগ : ( ১)ইন্জিনিয়ার কামাল হোসেন, সিনিয়র সহসভাপতি :০১৭১২২৭৭৯৫৫( ২)বেল্লাল হোসেন বিভাগীয় সহসভাপতি : ০১৮৫১১১৬৪৪৩। (৩) কাজল ভাই জেলা সভাপতি :০১৬৭১১৮২৬১৬,০১৭১৬১৮৮৪৩২।
মহান ও সর্ব শক্তি মান আল্লাহ আমাদের সহায় হোন