রোকেয়া,বগুড়া জেলা ভ্রাম্যমান প্রতিনিধিঃ
২৮জুন শনিবার বার বগুড়া গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিতরণ এর উদ্বোধন করেন।
অত্র পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল ইউপি সদস্য জহুরুল ইসলাম টপি,কদুস,আবদুল বাসেদ,নুরুল ইসলাম বাটু, ডিলার এ,আর,ট্রেডার্স মোঃ রাসেল মন্ডল, কম্পিউটার আপারেটর মোঃরায়হানুল, রাজিব,গ্রাম্য পুলিশ,সহসুবিধা ভুগি।
আরও পড়ুনঃ পাওনা টাকা নিয়ে বিরোধে ওষুধ ব্যবসায়ীকে হত্যা, আসামি গ্রেফতার
প্রতি প্যাকেজের মূল্য ৫৪০টাকা এতে সুবিধাভোগীরা পেয়েছেন চিনি (১) কেজি,মসুর ডাল (২)কেজি,সোয়াবিন তেল (২) লিটার চাল (৫)কেজি।