আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দত্তেরবাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০১ জুলাই ২০২৫) সকালে নদী পারাপারের সময় একটি ছোট নৌকা ডুবে গেলে ৩ জন নিখোঁজ হয়। একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিরই নদীরপাড় দাখিল মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী ও যাত্রী একটি ছোট নৌকায় করে নদী পার হচ্ছিলেন। মাঝনদীতে পৌঁছেই হঠাৎ ভারসাম্য হারিয়ে নৌকাটি ডুবে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেয় এবং পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে তৎপরতা শুরু করে।
আরও পড়ুনঃ চেম্বারের কার্যকরী পরিষদের বৈঠকে হট্টগোল, মারধোর,ভাংচুর
গফরগাঁও ফায়ার সার্ভিসের এক সদস্য জানান, নদীতে স্রোত থাকার কারণে উদ্ধারকাজ কিছুটা জটিল হলেও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, বাকি তিনজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
নৌকাডুবির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজদের স্বজনরা নদীর তীরে ভিড় করছেন এবং প্রিয়জনদের জীবিত ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করছেন।