কামনা ও বাসনা
– সাংবাদিক তাছলিমা খন্দকার (নুশরাত)
হে আল্লাহ দুঃখ গুছাও
সকল দুঃখী জনের,
সুখ দাও শান্তি দাও
ব্যথিত মনের।
হে আল্লাহ স্থায়ীত্ব ও বরকত দাও
সকল হালাল ধনের,
পরিশোধ করতে সামর্থ্য দাও
সকল ঋনের।
শক্তি ও রহমত দাও
হালাল ও সৎ কর্মের,
অনুসরণ অনুকরণ ও চলতে দাও
মহান ইসলাম ধর্মের।
আরও পড়ুনঃ “ময়নার বাবা এখন গ্যাঁড়াকলে!”
হে আল্লাহ সমস্যার সমাধান দাও
সকল জীবের,
নেক হায়াত, নেক আমল
হালাল রিজিক দাও মানুষের।
হে আল্লাহ কামনা করি
তোমার রহমতের বরকতের,
সহজ সরল সৎ চলতে
পথ দেখাও শান্তি সুখের।
হে আল্লাহ কামনা ও বাসনা
জান্নাতুল ফেরদৌসের,
ক্ষমা চাই, ক্ষমা করো
জানা অজানা সকল গুনাহের।
আল্লাহ ফরিয়াদ টুকু
কবুল করো এই অধমের,
শান্তি সুখ পেতে
জনম জনমের।