‘কলম হোক’
_______বিজুরী ইসলাম
কলম হোক মানবতার
কলম হোক জাগবার,
কলম হোক সত্যের
পথ ধরে ডাকবার।
কলম হোক কৃষকের
সত্ত্বায় চেতনায়,
কলম হোক জীবনের
সুপরশ যাতনায়।
কলম হোক বিদ্রোহ
সাহিত্যের লক্ষ্যে,
কলম হোক বিপ্লব
শান্তির পক্ষে।
আরও পড়ুনঃ গাইবান্ধায় নাশকতা মামলায় ইউপি সদস্য ও আ.লীগ নেতা গ্রেফতার
কলম হোক শ্লোগানের
কলম হোক ইতিহাস,
কলম হোক আগামীর
অবনীর সুখাবাস।
কলম হোক স্বপ্নে
কলম হোক চিন্তার,
কলমে প্লাবিত হোক
সভ্যতা সম্ভার।
কলম একাডেমি লন্ডন
হোক কলম দৈনিক,
কলম হোক বাংলার
ক্ষুরধার সৈনিক।
অক্ষরে অমরতা
কলমের বিপ্লব,
বিশ্বের দিকে দিকে
ওই শোন কলরব।