আব্দুস সালাম তালুকদারঃ
একজন যুদ্ধা কখনো এটা প্রশ্ন করে না যে দেশ তাকে কি দিয়েছে?
বরং সে প্রশ্ন করে, দেশের জন্য আমি আর কি কি দিয়ে যেতে পারি?
দেশ সংস্কারের চেয়ে নিজেদের পদ পদবি নিয়া টানাটানি করার ফল এইসব
মনে রাখবেন,
জুলাই চলমান
সংগ্রাম ও চলমান
সুন্দর সুন্দর বক্তব্য উপস্থাপনার অভাব হবে না কিন্তু বাস্তবে যখন সাহসী প্রয়োজন পরবে তখন এই আহত ব্যক্তিগুলোই আবার এগিয়ে আসবে।
তাই রাজপথই আমাদের একমাত্র অবলম্বন।বিপ্লবীদের তালিকায় নাম যেহেতু একবার লিখিয়েছিলেন, যে যেখানে আছেন, আবার মাঠে নামেন রাজপথের রাজাদের আবার দেখতে চাই।
যদি মনে পরে, এত রক্ত,এত জুলুম সহ্য করে কি পেয়েছেন? আন্দোলনের পরে অনেকে অনেক ফায়দা পেয়েছে আপনি পান নাই?
আরও পড়ুনঃ ময়মনসিংহ থেকে হালুয়াঘাট-শেরপুর রুটে ট্রেন চাই—আমাদের স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যাবে?”
ভাই এইসব ফায়দা দিয়ে আপনাকে ছোট করা হয়, বশ করা হয়, আপনার জায়গা, আপনার ইজ্জৎ তার চেয়ে অনেক উপরে।
আপনি আমি তো শহীদ হইতে মাঠে নামছিলাম। তাইলে কিসের ফায়দা পাওয়ার ইচ্ছা জাগে আমাদের?
একজন যুদ্ধা কখনো এটা প্রশ্ন করে না যে দেশ তাকে কি দিয়েছে?
বরং সে প্রশ্ন করে, দেশের জন্য আমি আর কি কি দিয়ে যেতে পারি?
জুলাই শেষ নয়, বার বার ফিরে আসে, ফিরে আসবে।
ইনকিলাব জিন্দাবাদ…।
আব্দুস সালাম তালুকদার…।