রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

“আল্লামা ফরহাদাবাদী ছিলেন সুন্নীয়তের পরশপাথর” : চট্টগ্রাম প্রেসক্লাবে সেমিনারে বক্তারা

রিপোর্টার নাম
পাবলিশ: বুধবার, ২৫ জুন, ২০২৫
“আল্লামা ফরহাদাবাদী ছিলেন সুন্নীয়তের পরশপাথর” : চট্টগ্রাম প্রেসক্লাবে সেমিনারে বক্তারা

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

আল্লামা ফরহাদাবাদী ফাউন্ডেশনের আয়োজনে হাটহাজারী ফরহাদাবাদ দরবার শরীফের প্রাণপুরুষ উপমহাদেশের অন্যতম যুগশ্রেষ্ঠ কলম সম্রাট, গভীরজ্ঞানী ইসলামি কর্ণধার, গবেষকদের সনদ, হযরতুলহাজ্ব আল্লামা শাহসুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ.) (১৮৬৬-১৯৪৪)’র ৮১তম চান্দ্রবার্ষিক ওরশ শরীফ উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে আজ ২৪ জুন বিকাল ৪টা থেকে শায়খুল ইসলাম আল্লামা ফরহাদাবাদী (রহ.)’র জীবনদর্শন ও অবদান শীর্ষক সেমিনার ফরহাদাবাদ দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীরে ত্বরিকত মুফতি আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল (দ.), আওলাদে গাউসুলআজম মাইজভাণ্ডারী, হযরতুলহাজ্ব শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী (মা.)।

প্রধান অতিথি বলেন- ইসলামের প্রচারে, সমাজ সংস্কারে, তরিকত তথা মাইজভাণ্ডারী তরিকার খলিফা হিসেবে তার খেদমত সর্বোপরি, সুন্নি মুসলিম উম্মাহর শ্রেষ্ঠ ব্যক্তিদ্বয়ের মধ্যে তিনি অন্যতম। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগি অধ্যাপক ড. আল্লামা মুহাম্মদ নুর হোসাইন।

আরও পড়ুনঃ প্রয়াত ডা. বেনী মাধব শর্মার মৃত্যুতে চট্টগ্রাম নাগরিক ফোরামের শোক

আলোচনা অংশগ্রহণ করেন ড. মুহাম্মদ জাফর উল্লাহ, পীরে ত্বরিকত আল্লামা মীর মুহাম্মদ মঈনুদ্দীন নুরী ওষখাইনগীরি, এডভোকেট আবদুল্লাহ মুহাম্মদ ইকবাল, মুফতি নাজমুল হোসাইন নঈমী, আল্লামা হাফেজ শাহ আলম নঈমী আশরাফী ফরহাদাবাদী, মাওলানা শেখ আরিফুর রহমান, আলহাজ্ব মুফতি সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী, মুহাম্মদ রফিকুল আলম, এস এম ফারুক হোসাইন, পীরজাদা সৈয়দ মোকাম্মেল হক শাহ্ ফরহাদাবাদী।

পীরজাদা সৈয়দ ফয়জুল হক শাহ্ ফরহাদাবাদীর সার্বিক তত্ত্বাবধানে মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহব উল্ল্যাহ চৌধুরী, সৈয়দ মেজবাহ উদ্দীন শওকত মুহাম্মদ বেলাল উদ্দিন কোম্পানি, সৈয়দ পারশেদ বিন আনোয়ার, মাওলানা কাজী নঈম উদ্দিন হাশেমী, নাজমুল হাসান মাহমুদ শিমুল, কাজী জানে আলম বাবুল, মুফতি খোরশেদ আলম রেজভী, মুহাম্মদ আনোয়ার হোসেন, মুহাম্মদ আমিনুর হোসেন, মাওলানা মুহাম্মদ শাহেদ নুরী ফরহাদাবাদী। সেমিনার শেষে সকলের মাঝে তাবরুক বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর