শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনমঃ
চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন” গোমস্তাপুরে ফেক আইডি ও তার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিকের নামে মিথ্যা এজাহার মনিরুলের শাস্তির দাবি সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্তব্যনিষ্ঠা, জ্ঞান ও দক্ষতা থাকা, আল্লাহভীরুতা ও সততা বজায় রাখা, পরিশ্রমী ও কর্মঠ হওয়া, রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫

“আল্লামা ফরহাদাবাদী ছিলেন সুন্নীয়তের পরশপাথর” : চট্টগ্রাম প্রেসক্লাবে সেমিনারে বক্তারা

রিপোর্টার নাম
পাবলিশ: বুধবার, ২৫ জুন, ২০২৫
“আল্লামা ফরহাদাবাদী ছিলেন সুন্নীয়তের পরশপাথর” : চট্টগ্রাম প্রেসক্লাবে সেমিনারে বক্তারা

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

আল্লামা ফরহাদাবাদী ফাউন্ডেশনের আয়োজনে হাটহাজারী ফরহাদাবাদ দরবার শরীফের প্রাণপুরুষ উপমহাদেশের অন্যতম যুগশ্রেষ্ঠ কলম সম্রাট, গভীরজ্ঞানী ইসলামি কর্ণধার, গবেষকদের সনদ, হযরতুলহাজ্ব আল্লামা শাহসুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ.) (১৮৬৬-১৯৪৪)’র ৮১তম চান্দ্রবার্ষিক ওরশ শরীফ উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে আজ ২৪ জুন বিকাল ৪টা থেকে শায়খুল ইসলাম আল্লামা ফরহাদাবাদী (রহ.)’র জীবনদর্শন ও অবদান শীর্ষক সেমিনার ফরহাদাবাদ দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীরে ত্বরিকত মুফতি আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল (দ.), আওলাদে গাউসুলআজম মাইজভাণ্ডারী, হযরতুলহাজ্ব শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী (মা.)।

প্রধান অতিথি বলেন- ইসলামের প্রচারে, সমাজ সংস্কারে, তরিকত তথা মাইজভাণ্ডারী তরিকার খলিফা হিসেবে তার খেদমত সর্বোপরি, সুন্নি মুসলিম উম্মাহর শ্রেষ্ঠ ব্যক্তিদ্বয়ের মধ্যে তিনি অন্যতম। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগি অধ্যাপক ড. আল্লামা মুহাম্মদ নুর হোসাইন।

আরও পড়ুনঃ প্রয়াত ডা. বেনী মাধব শর্মার মৃত্যুতে চট্টগ্রাম নাগরিক ফোরামের শোক

আলোচনা অংশগ্রহণ করেন ড. মুহাম্মদ জাফর উল্লাহ, পীরে ত্বরিকত আল্লামা মীর মুহাম্মদ মঈনুদ্দীন নুরী ওষখাইনগীরি, এডভোকেট আবদুল্লাহ মুহাম্মদ ইকবাল, মুফতি নাজমুল হোসাইন নঈমী, আল্লামা হাফেজ শাহ আলম নঈমী আশরাফী ফরহাদাবাদী, মাওলানা শেখ আরিফুর রহমান, আলহাজ্ব মুফতি সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী, মুহাম্মদ রফিকুল আলম, এস এম ফারুক হোসাইন, পীরজাদা সৈয়দ মোকাম্মেল হক শাহ্ ফরহাদাবাদী।

পীরজাদা সৈয়দ ফয়জুল হক শাহ্ ফরহাদাবাদীর সার্বিক তত্ত্বাবধানে মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহব উল্ল্যাহ চৌধুরী, সৈয়দ মেজবাহ উদ্দীন শওকত মুহাম্মদ বেলাল উদ্দিন কোম্পানি, সৈয়দ পারশেদ বিন আনোয়ার, মাওলানা কাজী নঈম উদ্দিন হাশেমী, নাজমুল হাসান মাহমুদ শিমুল, কাজী জানে আলম বাবুল, মুফতি খোরশেদ আলম রেজভী, মুহাম্মদ আনোয়ার হোসেন, মুহাম্মদ আমিনুর হোসেন, মাওলানা মুহাম্মদ শাহেদ নুরী ফরহাদাবাদী। সেমিনার শেষে সকলের মাঝে তাবরুক বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর