স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
আল্লামা ফরহাদাবাদী ফাউন্ডেশনের আয়োজনে হাটহাজারী ফরহাদাবাদ দরবার শরীফের প্রাণপুরুষ উপমহাদেশের অন্যতম যুগশ্রেষ্ঠ কলম সম্রাট, গভীরজ্ঞানী ইসলামি কর্ণধার, গবেষকদের সনদ, হযরতুলহাজ্ব আল্লামা শাহসুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ.) (১৮৬৬-১৯৪৪)’র ৮১তম চান্দ্রবার্ষিক ওরশ শরীফ উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে আজ ২৪ জুন বিকাল ৪টা থেকে শায়খুল ইসলাম আল্লামা ফরহাদাবাদী (রহ.)’র জীবনদর্শন ও অবদান শীর্ষক সেমিনার ফরহাদাবাদ দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীরে ত্বরিকত মুফতি আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল (দ.), আওলাদে গাউসুলআজম মাইজভাণ্ডারী, হযরতুলহাজ্ব শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী (মা.)।
প্রধান অতিথি বলেন- ইসলামের প্রচারে, সমাজ সংস্কারে, তরিকত তথা মাইজভাণ্ডারী তরিকার খলিফা হিসেবে তার খেদমত সর্বোপরি, সুন্নি মুসলিম উম্মাহর শ্রেষ্ঠ ব্যক্তিদ্বয়ের মধ্যে তিনি অন্যতম। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগি অধ্যাপক ড. আল্লামা মুহাম্মদ নুর হোসাইন।
আরও পড়ুনঃ প্রয়াত ডা. বেনী মাধব শর্মার মৃত্যুতে চট্টগ্রাম নাগরিক ফোরামের শোক
আলোচনা অংশগ্রহণ করেন ড. মুহাম্মদ জাফর উল্লাহ, পীরে ত্বরিকত আল্লামা মীর মুহাম্মদ মঈনুদ্দীন নুরী ওষখাইনগীরি, এডভোকেট আবদুল্লাহ মুহাম্মদ ইকবাল, মুফতি নাজমুল হোসাইন নঈমী, আল্লামা হাফেজ শাহ আলম নঈমী আশরাফী ফরহাদাবাদী, মাওলানা শেখ আরিফুর রহমান, আলহাজ্ব মুফতি সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী, মুহাম্মদ রফিকুল আলম, এস এম ফারুক হোসাইন, পীরজাদা সৈয়দ মোকাম্মেল হক শাহ্ ফরহাদাবাদী।
পীরজাদা সৈয়দ ফয়জুল হক শাহ্ ফরহাদাবাদীর সার্বিক তত্ত্বাবধানে মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহব উল্ল্যাহ চৌধুরী, সৈয়দ মেজবাহ উদ্দীন শওকত মুহাম্মদ বেলাল উদ্দিন কোম্পানি, সৈয়দ পারশেদ বিন আনোয়ার, মাওলানা কাজী নঈম উদ্দিন হাশেমী, নাজমুল হাসান মাহমুদ শিমুল, কাজী জানে আলম বাবুল, মুফতি খোরশেদ আলম রেজভী, মুহাম্মদ আনোয়ার হোসেন, মুহাম্মদ আমিনুর হোসেন, মাওলানা মুহাম্মদ শাহেদ নুরী ফরহাদাবাদী। সেমিনার শেষে সকলের মাঝে তাবরুক বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.