“অভিমান করে চলে যাব”
কলমে/নির্জনা
হাজার কোটি বছর চলে গেলো
সেই যে গেলে আর এলেনা,
একটা খোলা চিঠিও দিলেনা
আমার ঠিকানায়।
আমি আকাশের দিকে তাকিয়ে আছি
এই বুঝি এসে পড়ল চিঠিটা।
আরও পড়ুনঃ হালুয়াঘাট মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে, ৯ দোকান পুড়ে ছাই
আমি দৌঁড়ে গিয়ে যাই খোলা মাঠে
এই বুঝি পরল, না পড়েনি পরল গাছের শুকনো পাতাটা,
সবি ছিলো আমার মতিভ্রম,শূন্য হাতে ফিরতে
কতই না কষ্ট হয়,
সেই শুধু সেই জানে যে অপেক্ষা রয়।
মনেহয় তুমি আকাশ থেকে ডাকছ আর
লুকোচুরি খেলছ আমার সাথে,
আমি কিন্তু খুঁজে পাচ্ছিনা তোমায়
কোথায় লুকালে তুমি
কোথায় লুকালে তুমি,
কই গো কোথায় তুমি
পাচ্ছিনা যে,
তুমি চুপিচুপি এক ঘরে হাসছ তোমার মতো করে
আর আমি তোমাকে না পেয়ে কেঁদেই চলছি।
আমি যে কাঁদছি সে কথা তোমার খেয়ালই নেই
কেমন গো তুমি?
আসো শুধু এবার দেখো অনেক দুরে হারিয়ে যাব আমি
তুমি হাজার ডাকলেও আমি সাড়া দিব না।
এমন লুকোচুরি খেলতে পারলে তুমি আমার সাথে।
আমি কি খুব কেঁদেছিলাম তোমায় না পেয়ে।
আমি অভিমান করেই চলে যাব
তোমার থেকে।