বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম
জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার টেকনাফ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় টেকনাফ উপজেলা প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল টেকনাফ উপজেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক এবং এদেশের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল হুদার কন্যা সাংবাদিক সাবেকুন্নেহার বেবী-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা কমিটি ও টেকনাফ উপজেলা প্রেসক্লাব।
অভিনন্দন বার্তায় কক্সবাজার জেলা কমিটির সভাপতি খোরশেদ আলম,সিনিয়র সহ-সভাপতি কেফায়েত উল্লাহ সাজ্জাদ, সাধারণ সম্পাদক নুরুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক আমানুল ইসলাম।
অভিনন্দন বার্তায় টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন, সাধারন সম্পাদক ফরহাদ রহমান সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ বলেন—সাংবাদিক সাবেকুন্নেহার বেবী তাঁর পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে টেকনাফ উপজেলার সমস্যা, সম্ভাবনা ও ইতিবাচক উন্নয়নমূলক কর্মকাণ্ড দেশবাসীর সামনে যথাযথভাবে তুলে ধরবেন-এমন প্রত্যাশা আমাদের।
তাঁর এই নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ পেশাগত জীবন কামনা করেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা কমিটির নেতৃবৃন্দ।